জি নিউজ টোয়েন্টিফোর ডেস্কঃ-
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতিতে ছুটে চলা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা খায় টানেলের দেয়ালে, ক্ষতিগ্রস্ত হয় সৌন্দর্যবর্ধক বোর্ড ও বৈদ্যুতিক সরঞ্জাম। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছেন দুই নারী যাত্রী, যাদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টার দিকে। মাইক্রোবাসটি টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খায় এবং দেয়াল ঘেঁষে কিছুদূর গড়িয়ে যায়। এতে টানেলের সৌন্দর্যবর্ধক বোর্ড ভেঙে যায় ও একটি বৈদ্যুতিক বিতরণ বাক্স মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই টানেলের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্ণফুলী টানেল ইউনিটের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ এ প্রসঙ্গে বলেন,
> “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার মূল কারণ। আমাদের নিরাপত্তা ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটলেও দ্রুত মেরামত কাজ শুরু করা হয়েছে।”
আহতদের মধ্যে সাতকানিয়ার আফিয়া বেগম (২৬) ও নোয়াখালীর ফাকেরা বেগম (২৬)-কে দ্রুত উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. উচ্ছ্বাস কানন জানান
> “তাদের আঘাত গুরুতর হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট মাইক্রোবাসটি জব্দ করে পতেঙ্গা থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের তৎপরতায় টানেলের কার্যক্রম অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক হয়ে আসে।