উজিরপুর প্রতিনিধি:-
বরিশালের উজিরপুরে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে ঢেউটিন নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
২৫ জুন সকাল ১০ টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত গৃহ হারা,
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে দুইবান করে ঢেউটিন এবং নগদ পাচ হাজার করে অর্থ প্রদান করেন।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা জানান সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙ্গনে বসতবাড়ি হারানো নাড়কেলি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার প্রাকৃতিক দুর্যোগে ও অগ্নিকাণ্ডে নিঃস্ব মানুষের মাঝে উপজেলা তহবিলের রাজস্ব খাতের আওতায় ওই সহযোগিতা করা হয়।