হোসেন বাবলা (চট্টগ্রাম):-
নগরীর জলাবদ্ধতা নিরসনে ও সড়ক -ফুটপাত,ড্রেন -নালা নর্দমার ভাঙ্গা অংশ সংস্কার কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাঃ মোঃ শাহাদাত হোসেন।
তিনি আজ দুপুরে (শুক্রবার)
দীর্ঘ দিন ইপিজেড থানা ৩৯ নং ওয়ার্ডের ব্যারিস্টার সুলতান আহাম্মদ কলেজের সামনে থেকে সিইপিজেড মোড়, ২ নং মাইলের মাথা এবং দঃ হালিশহরের নারিকেল তলা এলাকায় ভারী বৃষ্টিপাত ও চলমান উন্নয়ন কাজের জন্য সৃষ্ট সমস্যা সরজমিনে পরিদর্শনে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমস্যা সৃষ্টি সমাধানের চেষ্টা অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আজ ২০ জুন ,শুক্রবার জুমার নামাজ শেষে পায়ে হেঁটে সড়ক,ড্রেন -নালা নর্দমার ভাঙ্গা অংশ সংস্কার কাজ দ্রুত শেষ করার জন্য সিডিএ ও কন্সট্রাকশন কোম্পানি ম্যাক্সের ইঞ্জিনয়ার, সুপার ভাইজার সংশ্লিষ্টদের জোর তাগিদ দিয়েছেন।
এসময় সিটি মেয়র ডাঃ শাহাদাত বলেন, উন্নয়ন কর্তৃপক্ষ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কন্সট্রাকশন কোম্পানির ইঞ্জিনয়ার ও প্রতিনিধিদের বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন এবং প্রয়োজনে অন্যত্র থেকে ও বাজেট দিয়ে এই অংশ গুলোর অতি দ্রুত মেরামত কাজ করার জন্য নির্দেশ দেন। তিনি পর্যায়ক্রমে ড্রেন -নালা নর্দমার ভাঙ্গা অংশ সংস্কার করার জন্য সিডিএর সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি এলাকাবাসী কে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত এবং যেখানে সেখানে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি না করতে অনুরোধ জানান। সড়ক ও ফুটপাত,ড্রেন -নালা সংস্কার কাজ পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক, বিসিবির পরিচালক আলহাজ্ব মনজুরুল আলম মঞ্জু, নগর বিএনপির সদস্য ও সাবেক ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ হানিফ সওদাগর, হাজী মোঃ হোসেন, ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রোকনউদ্দিন মাহমুদ খলিল, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী, মোঃ আশরাফ উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, মোঃ আলী সাজু, মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল, নূর উদ্দিন মুন্না, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ হোসেন টিটু,৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম উদ্দিন, বিএনপি নেতা মোঃ নাজিম উদ্দিন (নেজাম), আব্দুর নূর মিঠু, যুবদলের হুসনি মোবারক রিয়াদ, মোঃ সোহেল, ছাত্রদলের আকিব জাভেদ,রায়হান সাদ্দাম রানা, মোঃ সম্রাট, স্বেচ্ছাসেবক দলের মোঃ ইউসুফ সুমন, সাইফুল ইসলাম, শ্রমিক দলের দেলোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা দুপুরে জুমার নামাজ শেষে এলাকার ২নং মাইলের মাথা থেকে সিইপিজেড মোড় পর্যন্ত এবং দঃ হালিশহরের নারিকেল তলা এলাকায় সড়কের গর্ত, রাস্তার বেহাল দশা চসিকের ইঞ্জিনিয়ার দিয়ে পরিদর্শন সহ এবং দ্রুত মেরামত করা, কার্যকরী পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন মেয়র ডাঃ শাহাদাত হোসেন।