বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ: ফয়জুল করিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো শোক র‍্যালি বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শিক্ষার ভিত্তিতে — বেইজ লাইন সার্ভে ও ফিডব্যাক প্রক্রিয়ার রূপান্তরমূলক যাত্রা চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা: দিনের আলোয় শেষ করতে হবে তাজিয়া মিছিল..! বিদায় ঘন্টা বাজে—আরো এক দীপ্ত প্রদীপ নিভে গেল স্বাধীন দেশে নিরাপত্তাহীন মা-বোন: কোথায় আইনের শাসন? প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনরায় সূচনা: মেধা যাচাইয়ে সরকারের স্মার্ট বিপ্লব সুদের টাকার জন্য ব্যবসায়ীর উপর হামলা “নৈতিক শিক্ষা হোক পাঠ্যসূচির অগ্রাধিকার, আগামীর জন্য গড়ি আদর্শ প্রজন্ম”

ইপিজেডে বিদেশী নাগরিকের ছিনতাইকৃত মোবাইল ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ

জি নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

সিইপিজেডস্থ নিউ ইরা ফ্যাশন লিমিটেডের স্টোর কিপার হিসেবে কর্মরত রুবেল দাশ (৪০) নামে এক ব্যক্তি মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার এবং ২ টি ছুরি সহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের ৩ জন সদস্য কে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ।

মামলার বাদী রুবেল দাশ (৪০) জানায়,নিউ ইরা ফ্যাশন বিডি লিঃ কোম্পানীর নিজেয় টেকনিশিয়ান চায়না নাগরিক ZHENG QING ZHIN (৫২) গত ০৯ জুন সোমবার সকাল অনুমান সাড়ে ৮টার সময় বাসা থেকে বের হয়ে বেপজা আবাসিক এলাকার প্রধান গেটের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারীরা বিদেশি নাগরিক কে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে HUAWEI NOVA 13 মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেয়।

বাদীর অভিযোগের প্রেক্ষিতে গত১০ জুন ২০২৫ ইং ,ইপিজেড থানার মামলা নং-০৮, ধারা- 392/34 The Penal Code, 1850 রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী ফোর্স নিয়ে ১১ জুন ইপিজেড এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোহাম্মদ হৃদয় (২৮), ২। মোঃ ফেরদৌস হাসান (২৯) ও ৩। রাজু মজুমদার প্রঃ কানকাটা রাজু (৩২) কে আটক করেছে।

ধৃত আসামীদের কাছ থেকে ছিনতাইকৃত HUAWEI NOVA 13 মোবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি স্টিলের ছুরি উদ্ধার করেছে পুলিশ।
ধৃতদের বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ইপিজেড থানার ডিউটি অফিসার জানিয়েছেন।



ফেইসবুক পেইজ