বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:০১ অপরাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ: ফয়জুল করিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো শোক র‍্যালি বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শিক্ষার ভিত্তিতে — বেইজ লাইন সার্ভে ও ফিডব্যাক প্রক্রিয়ার রূপান্তরমূলক যাত্রা চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা: দিনের আলোয় শেষ করতে হবে তাজিয়া মিছিল..! বিদায় ঘন্টা বাজে—আরো এক দীপ্ত প্রদীপ নিভে গেল স্বাধীন দেশে নিরাপত্তাহীন মা-বোন: কোথায় আইনের শাসন? প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনরায় সূচনা: মেধা যাচাইয়ে সরকারের স্মার্ট বিপ্লব সুদের টাকার জন্য ব্যবসায়ীর উপর হামলা “নৈতিক শিক্ষা হোক পাঠ্যসূচির অগ্রাধিকার, আগামীর জন্য গড়ি আদর্শ প্রজন্ম”

ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াতে চট্টগ্রামে জনমত গঠনের উদ্যোগ নেব: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ-

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার শিকার নিরীহ মুসলিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার রাতে রাজধানীর বারিধারায় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই সমবেদনা জানান। এতে দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর জুলুম, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে আসছে। একজন মানবিক নাগরিক এবং জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি, এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

চট্টগ্রামের জনগণকে ফিলিস্তিনের সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত করতে রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানান মেয়র। তিনি বলেন, ‘আমি চাই, চট্টগ্রামের মানুষ সরাসরি ফিলিস্তিনের মানুষের কষ্ট এবং সংগ্রামের কথা জানুক। রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদলকে নিয়ে চট্টগ্রামে একটি জনমত গঠনের কর্মসূচি আয়োজন করব।’

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান মেয়রের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে থেকেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের এই উদারতা আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক।’

সভায় সিদ্ধান্ত হয়, রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদল শিগগিরই চট্টগ্রাম সফর করবেন এবং সেখানে পেশাজীবী, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। মেয়র আশা প্রকাশ করেন, ফিলিস্তিন ও বাংলাদেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব ভবিষ্যতেও অটুট থাকবে।

পরে তিনি রাষ্ট্রদূতের দেওয়া নৈশভোজে অংশ গ্রহণ করেন।



ফেইসবুক পেইজ