বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ: ফয়জুল করিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো শোক র‍্যালি বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শিক্ষার ভিত্তিতে — বেইজ লাইন সার্ভে ও ফিডব্যাক প্রক্রিয়ার রূপান্তরমূলক যাত্রা চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা: দিনের আলোয় শেষ করতে হবে তাজিয়া মিছিল..! বিদায় ঘন্টা বাজে—আরো এক দীপ্ত প্রদীপ নিভে গেল স্বাধীন দেশে নিরাপত্তাহীন মা-বোন: কোথায় আইনের শাসন? প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনরায় সূচনা: মেধা যাচাইয়ে সরকারের স্মার্ট বিপ্লব সুদের টাকার জন্য ব্যবসায়ীর উপর হামলা “নৈতিক শিক্ষা হোক পাঠ্যসূচির অগ্রাধিকার, আগামীর জন্য গড়ি আদর্শ প্রজন্ম”

চট্টগ্রাম শেরশাহে ইন্টারন্যাশনাল দাবা টুর্নামেন্টে ঋষিন অপরাজিত চ্যাম্পিয়ন, আঃ মালেক রানার্স আপ

হোসেন বাবলা (চট্টগ্রাম):-

শেরশাহ কলোনী চেস একাডেমির ব্যবস্থাপনায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক মহাসচিব সৈয়দ শাহাবুদ্দীন শামীমের পৃষ্ঠপোষকতায়, চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি সহযোগিতায়” ১ম শেরশাহ ইন্টারন্যাশনাল দাবা টুর্নামেন্ট’২৫” সাবেক জাতীয় দাবাড়ু ঋষিন তালুকদার ৬ খেলায় সাড়ে ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।

সমান পয়েন্ট পেয়ে ট্রাইব্রেকিংয়ে ফিদে মাষ্টার আবদুল মালেক রানার্সআপ হয়েছে। সমান ৫ পয়েন্ট পেয়েছে, ট্রাইবেকে মাধ্যমে শফিকুল ইসলাম ৩য়,দীপংকর চাকমা ৪র্থ, রবিউল হোসেন ৫ম,আহমেদ মজুমদার ৬ষ্ট স্থান অর্জন করেছে। সাড়ে ৪পয়েন্ট পেয়ে আব্দুল মজিদ ৭ম, ইফতেখার আলম ৮ম,রাব্বি সেলিম ৯ম ও মুজিবুর রহমান ১০ম স্থান অর্জন করেন.অনুর্ধ ১৬ বিভাগে প্রাঞ্জল বড়ুয়া, অনুর্ধ ১৪ বিভাগে সফিউল মুসনাবিন, অনুর্ধ ১২ বিভাগে সেহজাদ আহমেদ, নন রেটিং বিভাগে চমক ভট্রাচার্য, সিনিয়র বিভাগে আবু মহসিন,সেরা মহিলা বিভাগে উন্মিয়া বিন্তে ইউছুপ লুবাবা,রেটিং ১৪০০-১৬০০ বিভাগে জাহেদুল ইসলাম, রেটিং ১৬০১-১৭৫০ বিভাগে জাকির হোসেন ও রেটিং ১৭৫১-১৯০০ বিভাগে মোহাম্মদ এয়াকুব সেরা খেলোয়াড়ের পুরষ্কার অর্জন করেছে।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে একাডেমির প্রতিষ্ঠাতা মুজিবুর রহমানের সভাপত্বিতে পুরস্কার বিতরণী সভায় আরো উপস্থিত ছিলেন ফিদে আরবিটার ও টুর্নামেন্টে প্রধান বিচারক প্রকৌশলী এস এম তারেক, সিনিয়র সহ সভাপতি সৈয়দ আবদুল আহাদ, আলী আবছার, সিসিপিএ যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্টে ডেপুটি আরবিটার নুরুল আমিন,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সহ সিসিপিএ শেরশাহ কলোনী চেস একাডেমি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফিদে কতৃক অনুমোদিত এই রেটিং দাবা টুর্নামেন্ট আন্তর্জাতিক রেটেড দাবাড়ুসহ মোট ৭৭জন দাবাড়ু অংশ গ্রহন করেছেন বলে প্রতিষ্ঠাতা সভাপতি, দাবাড়ু মোঃ মুজিবুর রহমান সংবাদ প্রতিবেদক জানান।



ফেইসবুক পেইজ