বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ: ফয়জুল করিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো শোক র‍্যালি বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শিক্ষার ভিত্তিতে — বেইজ লাইন সার্ভে ও ফিডব্যাক প্রক্রিয়ার রূপান্তরমূলক যাত্রা চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা: দিনের আলোয় শেষ করতে হবে তাজিয়া মিছিল..! বিদায় ঘন্টা বাজে—আরো এক দীপ্ত প্রদীপ নিভে গেল স্বাধীন দেশে নিরাপত্তাহীন মা-বোন: কোথায় আইনের শাসন? প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনরায় সূচনা: মেধা যাচাইয়ে সরকারের স্মার্ট বিপ্লব সুদের টাকার জন্য ব্যবসায়ীর উপর হামলা “নৈতিক শিক্ষা হোক পাঠ্যসূচির অগ্রাধিকার, আগামীর জন্য গড়ি আদর্শ প্রজন্ম”

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (পশ্চিম) বিশেষ অভিযানে চোর চক্রের ৩ জন গ্রেফতারঃ ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার

জি নিউজ টুয়েন্টিফোর ডেস্কঃ-

গত ১২/০৬/২০১৪ ইং তারিখ ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ সিডিএ ৫ নং রোডস্থ হালিম ভিলার চতুর্থ তলার ভাড়াটিয়া জনৈক মোঃ বেলাল উদ্দিন এর বারান্দার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে অজ্ঞাতনামা চোরেরা একটি ল্যাপটপ (ম্যাকবুক প্রো), ১টি স্যামসাং মোবাইল ফোন ও নগদ ২২,০০০ টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত চুরির ঘটনার সংবাদ পেয়ে মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি টীম ঘটনাস্থল পরিদর্শনকালে জানতে পারে একই বিল্ডিং এর অপর ভাড়াটিয়া জনৈক আবুল কাশেম এর বসতঘর হতে উক্ত চুরির ঘটনার প্রায় ১ সপ্তাহ আগে একই কায়দায় অজ্ঞাতনামা চোরেরা গৃহে প্রবেশ করে ৩টি মোবাইল ফোন ও নগদ ৫৫,০০০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

উক্ত চুরির ঘটনার মূল রহস্য উদঘাটনে মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি চৌকস টীম গোপন সংবাদের প্রেক্ষিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অদ্য ২২/০৬/২০২৫ ইং তারিখ দিবাগত রাতে চোর চক্রের মূল হোতা ১। আব্দুল আলীম প্রকাশ শাকিল (২৯) কে হালিশহর থানাধীন বইল্লা কলোনীর আলমগীরের ভাড়া ঘর হতে চুরি হওয়া আলামত মোবাইল ফোন সহ গ্রেফতার করে। গ্রেফতার পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে অপর সহযোগী আসামী ২। মোঃ ইয়াছিন আরাফাত শাকিল (২৫) ও ৩। আজিজুল হাকিম মাসুম’ দ্বয়কে হালিশহর থানাধীন বড়পুল সংলগ্ন আলম প্লাজার নীচ তলার ইনসাফ এন্টারপ্রাইজ নামীয় মোবাইল এক্সেসরিজ এর দোকান থেকে গ্রেফতার করে। চুরি হওয়া ম্যাকবুক প্রো ল্যাপটপটি ধৃত আসামী আজিজুল হাকিম মাসুম এর মালিকানাধীন ইনসাফ এন্টারপ্রাইজ নামীয় মোবাইল এক্সেসরিজ এর দোকান থেকে উদ্ধার করা হয়। উক্ত ল্যাপটপটি ধৃত আসামী আব্দুল আলিম প্রকাশ শাকিল ও ইয়াছিন আরাফাত শাকিল’ দ্বয় কর্তৃক অপর ধৃত আসামি আজিজুল হাকিম মাসুম এর নিকট বিক্রি করেছে মর্মে জানায়। চোরাইকৃত অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

উক্ত ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।



ফেইসবুক পেইজ