জি নিউজ টুয়েন্টিফোর ডেস্কঃ-
গত ১২/০৬/২০১৪ ইং তারিখ ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ সিডিএ ৫ নং রোডস্থ হালিম ভিলার চতুর্থ তলার ভাড়াটিয়া জনৈক মোঃ বেলাল উদ্দিন এর বারান্দার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে অজ্ঞাতনামা চোরেরা একটি ল্যাপটপ (ম্যাকবুক প্রো), ১টি স্যামসাং মোবাইল ফোন ও নগদ ২২,০০০ টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত চুরির ঘটনার সংবাদ পেয়ে মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি টীম ঘটনাস্থল পরিদর্শনকালে জানতে পারে একই বিল্ডিং এর অপর ভাড়াটিয়া জনৈক আবুল কাশেম এর বসতঘর হতে উক্ত চুরির ঘটনার প্রায় ১ সপ্তাহ আগে একই কায়দায় অজ্ঞাতনামা চোরেরা গৃহে প্রবেশ করে ৩টি মোবাইল ফোন ও নগদ ৫৫,০০০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
উক্ত চুরির ঘটনার মূল রহস্য উদঘাটনে মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি চৌকস টীম গোপন সংবাদের প্রেক্ষিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অদ্য ২২/০৬/২০২৫ ইং তারিখ দিবাগত রাতে চোর চক্রের মূল হোতা ১। আব্দুল আলীম প্রকাশ শাকিল (২৯) কে হালিশহর থানাধীন বইল্লা কলোনীর আলমগীরের ভাড়া ঘর হতে চুরি হওয়া আলামত মোবাইল ফোন সহ গ্রেফতার করে। গ্রেফতার পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে অপর সহযোগী আসামী ২। মোঃ ইয়াছিন আরাফাত শাকিল (২৫) ও ৩। আজিজুল হাকিম মাসুম’ দ্বয়কে হালিশহর থানাধীন বড়পুল সংলগ্ন আলম প্লাজার নীচ তলার ইনসাফ এন্টারপ্রাইজ নামীয় মোবাইল এক্সেসরিজ এর দোকান থেকে গ্রেফতার করে। চুরি হওয়া ম্যাকবুক প্রো ল্যাপটপটি ধৃত আসামী আজিজুল হাকিম মাসুম এর মালিকানাধীন ইনসাফ এন্টারপ্রাইজ নামীয় মোবাইল এক্সেসরিজ এর দোকান থেকে উদ্ধার করা হয়। উক্ত ল্যাপটপটি ধৃত আসামী আব্দুল আলিম প্রকাশ শাকিল ও ইয়াছিন আরাফাত শাকিল’ দ্বয় কর্তৃক অপর ধৃত আসামি আজিজুল হাকিম মাসুম এর নিকট বিক্রি করেছে মর্মে জানায়। চোরাইকৃত অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
উক্ত ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।