বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ: ফয়জুল করিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো শোক র‍্যালি বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শিক্ষার ভিত্তিতে — বেইজ লাইন সার্ভে ও ফিডব্যাক প্রক্রিয়ার রূপান্তরমূলক যাত্রা চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা: দিনের আলোয় শেষ করতে হবে তাজিয়া মিছিল..! বিদায় ঘন্টা বাজে—আরো এক দীপ্ত প্রদীপ নিভে গেল স্বাধীন দেশে নিরাপত্তাহীন মা-বোন: কোথায় আইনের শাসন? প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনরায় সূচনা: মেধা যাচাইয়ে সরকারের স্মার্ট বিপ্লব সুদের টাকার জন্য ব্যবসায়ীর উপর হামলা “নৈতিক শিক্ষা হোক পাঠ্যসূচির অগ্রাধিকার, আগামীর জন্য গড়ি আদর্শ প্রজন্ম”

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বরাদ্দকৃত চিকিৎসার অর্থ না পেয়ে “বৈষম্যের বলি” সম্পাদকের আত্মহত্যার চেষ্টা

জি নিউজ টোয়েন্টিফোর ডেস্কঃ-

সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার বরাদ্দকৃত তহবিলের অনুদানের চেক প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে না পেয়ে বৈষম্যের বলি হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সম্পদক চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জীবনকৃষ্ণ দেবনাথ। ঘটনার বিবরণে জানা যায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দীর্ঘ আবেদনের পর সম্পাদক জীবনকৃষ্ণ দেবনাথ এর হার্টের চারটি ব্লকের সুচিকিৎসার জন্য বরাদ্দকৃত চেকের ৫ লক্ষ টাকার অনুদানের চেক বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউসুন মহোদয়ের কার্যালয় বারবার ধরনা দেওয়ার পরেও উক্ত বরাদ্দকৃত চেক না পেয়ে, গত ১৭ই জুন সম্পাদক জীবনকৃষ্ণ দেবনাথ প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর কার্যালয়ে হাজির হয়ে বরাদ্দকৃত চেকের দাবী জানালে এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে দায়িত্ব রত কর্মকর্তারা উক্ত চেকের টাকা ও চেক প্রদান না করে ব্যাপক তালবাহানা করলে সম্পাদক জীবনকৃষ্ণ দেবনাথ তাৎক্ষণিক প্রধান উপদেষ্টার কার্যালয়ের বাহিরে ব্যাপক কান্নাকাটি শুরু করে।

এমনকি রাজধানীর ঢাকায় মাননীয় উপদেষ্টার কার্যালয় থেকে ফেরার পথে মাঝপথে রিক্সা থেকে নামার সময় তিনি আচমকা মাথা ঘুরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং এক পর্যায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে থেকে ফেরার পথে জাতীয় প্রেসক্লাবের সামনে চলন্ত সিএনজি থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালান। এ সময় সম্পাদক জীবন ক…ষ্ণ দেবনাথ চিৎকার করে বলতে থাকেন এ জীবন আর রাখতে চাই না। চিকিৎসার অভাবে আমার যদি মৃত্যু হয়ে থাকে তাহলে এ মৃত্যুর জন্য একমাত্র প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দায়ী থাকবেন এই বলে লাফিয়ে পড়েন রাস্তায় গড়াগড়ি করতে থাকেন।

এক পর্যায়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে সম্পাদক জীবনকৃষ্ণ দেবনাথ কে রাস্তা থেকে তুলে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে ফিরে যেতে আহ্বান জানালেও তিনি পুনরায় চলন্ত গাড়ির নিচে ঝাঁপিয়ে পরে আত্মহত্যার চেষ্টা চালায়। সম্পাদক জীবনকৃষ্ণ দেবনাথ চট্টগ্রাম থেকে প্রকাশিত ২০১৭ সালে নিবন্ধন প্রাপ্ত দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হন।

পারিবারিক সূত্রে জানা যায় ২০২২ সালে সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ প্রাথমিকভাবে স্টক করলে তৎকালীন চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার বিপ্লব ভট্টাচার্যের এনজিও গ্রামের মাধ্যমে তার শরীরে চারটি ব্লক সনাক্ত করা হয়। পরবর্তীতে জীবন কৃষ্ণ দেবনাথ এর পরিবার সম্পাদকের সুচিকিৎসার জন্য বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদক জীবনকৃষ্ণ দেবনাথ এর চিকিৎসার খোঁজখবর নিলে তৎকালীন প্রধানমন্ত্রীর ত্রাণ কল্যাণ তহবিল থেকে সম্পাদক জীবন ক…ষ্ণ দেবনাথ এর হাড়ের চারটি ব্লকের চিকিৎসার জন্য ৫ আগস্টের পূর্বে ৫ লক্ষ টাকার অনুদানের ইস্যু করে সম্পাদক জীবনকৃষ্ণ দেবনাথের অনুকূলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসাইনমেন্ট অফিসার গাজী লিপির স্বাক্ষরিত একটি চিঠি সম্পাদকের অনুকূলে প্রেরণ করে।

পরবর্তীতে বরাদ্দকৃত চেক তুলতে গেলে ৫ আগস্ট এর জটিলতায় কারেন সম্পাদকের পরিবার তো বরাদ্দকৃত চেক উত্তোলন করতে অক্ষম হয়। এরপর সরকার পতন হলে ৫ আগস্ট এর পর থেকে উক্ত বরাদ্দকৃত চেকের অর্থ গ্রহণের জন্য অসুস্থ সম্পাদক জীবনকৃষ্ণ দেবনাথ সশরীরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপস্থিত হয়ে আকুতি জানালেও উপদেষ্টার কার্যালয়ে কর্মরত কর্মকর্তাগণ তালবাহানার মাধ্যমে উক্ত চেক নষ্ট হয়ে গিয়েছে বলে জীবনকৃষ্ণ দেবনাথকে কালক্ষেপণ করতে থাকে।

পরবর্তীতে ১৬ই জুন ২০২৫ চট্টগ্রাম জেলা প্রশাসক জনাবা ফরিদা খানমের এর সাথে যোগাযোগ করলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এডিসির সাথে যোগাযোগের পরামর্শ দিয়ে তিনি এডিসি স্যারের পরামর্শ অনুযায়ী সম্পাদক জীবনকৃষ্ণ দেবনাথ কে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগাযোগ করতে বললে সম্পাদক জীবনকৃষ্ণ দেবনাথ গত ১৬ই জুন রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে ঢাকায় গমন করেন।

পরদিন ১৭ই জুন তথা মঙ্গলবার সকাল ১১ টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপস্থিত হয়ে উক্ত চেক উত্তোলন করতে গেলে উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তাগণ সম্পাদক জীবনকৃষ্ণ দেবনাথের সাথে কটাক্ষ ভাষায় আচরণ করে এতে সম্পাদক তাৎক্ষণিক হৃদরোগ আক্রান্ত হয়ে ছটফট করতে থাকে পরবর্তীতে তার সহকর্মী সাথে ইকবাল হোসেন আরজু (০১৩১০-০৮৭১১৯) তাকে দ্রুত সিএনজি যোগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার প্রাক্কালে সম্পাদক জীবনকৃষ্ণ দেবনাথ এক পর্যায়ে সিএনজির দরজা খুলে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সম্পাদক সাবেক প্রধানমন্ত্রীর দেওয়া বরাদ্দকৃত ও ইস্যুকৃত চেক উত্তোলনের জন্য যোগাযোগ করলে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাক কাউন্টার থেকে বলা হয় ৫ আগস্টে উক্ত বরাদ্দকৃত চেক দুষ্কৃতিকারীদের দেওয়া আগুনে চেক পুড়ে নষ্ট হয়ে যায়, যাহা অত্যন্ত রহস্যজনক।

সম্পাদক এ বিষয়ে অনেক সময় ক্ষেপন করে মাননীয় উপদেষ্টার কার্যালয়ের সামনে উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করিতে চাইলে তারাও বিষয়টি ভিন্ন রূপে কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথের দাবী সাংবাদিকদের সাবেক প্রধানমন্ত্রীর তহবিলের চেক ও বহি: সহ আনুষাঙ্গিক কাগজপত্রাদী নষ্ট কিংবা হারিয়ে গেলেও প্রধানমন্ত্রীর তহবিলের অর্থ তো নষ্ট হয়নি, কিংবা তহবিলের অর্থতো আগুনে পুড়ে যায়নি, কিš‘ প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মরত অসাধু ব্যক্তিদের যোগসাজসে এহেন কার্যক্রম ঘটিয়ে মর্মে সম্পাদকের ধারণা।

এ ব্যাপারে সম্পাদক অতিশীঘ্রই তহবিলের অর্থ ফেরত পেতে অভিযুক্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি তিনি মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, চট্টগ্রাম জেলা প্রশাসক ও এডিসি মহোদয় সহ সংশ্লিষ্ট প্রশাসনের ঐকান্তিক আন্তরিকপূর্ণ সহযোগিতা কামনা করেছেন। তবে সম্পাদক জীবনকৃষ্ণ দেবনাথ জোর দাবি জানিয়েছেন তিনি যদি বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করে থাকেন তার এই মৃত্যুর জন্য একমাত্র প্রধান উপদেষ্টা দায় থাকিবেন। অন্যথায় তিনি তার বিচার উপর আল্লাহর কাছে দিয়ে যাচ্ছেন।

বার্তা প্রেরক……
মোঃ আশিক ইকবাল আরজু
সিনিয়র রিপোর্টার
দৈনিক আজকালের দর্পণ, চট্টগ্রাম।
মোবাইল নং : ০১৬ ৩১ ৯৭ ৯৭ ৯৯ (সম্পাদকের পরিবারবর্গ)
তাং: ১৯-০৬-২০২৫ ইং।



ফেইসবুক পেইজ