জি নিউজ টোয়েন্টিফোর ডেস্ক রিপোর্টঃ-
পশ্চিম বাকলিয়া ডি,সি,রোডস্থ চিটাগং ইডেন ক্লাবের স্থায়ী কমিটির এক সভা গতকাল স্থায়ী কমিটির চেয়ারম্যান শাহজাহান হায়দার চৌধুরীর সভাপতিত্বে ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় অনুষ্ঠিত চিটাগং ইডেন ক্লাবের ৩৫ বৎসর পূর্তি উদযাপন অনুষ্ঠানের নানাদিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।
সভায় বর্তমান ক্লাবের কার্যকরী কমিটির মেয়াদকাল উত্তীর্ণ হওয়ায় কার্যকরী কমিটি ভেঙ্গে দিয়ে শাহজাহান হায়দার চৌধুরী কে আহবায়ক, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ফোরকান হোসেন চৌধুরী, এস,এম,আহসানুল কবির চৌধুরী (টিটু), মোঃ টিপু সুলতান কে যুগ্ন আহবায়কদ্বয়, মোহাম্মদ নজরুল ইসলাম মিঠু, মোহাম্মদ সিরাজুল ইসলাম, শাহরিয়ার চৌধুরী পলেন কে সদস্য করে নয় সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি খুব শীঘ্রই ক্লাবের নতুন কার্যকরী গঠন করবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে মোঃ আজগর হোসেন, মোঃ ইদ্রিস, মোঃ জলিল, তৌসিফ উদ্দীন খাঁন প্রমূখ।