আবদুল মাবুদ, রংপুর প্রতিনিধি।
বাংলাদেশ ড্রাগন সিতরিউ কারাতে একাডেমি রংপুর জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০শে মার্চ বাবুখাঁর প্রশিক্ষণ কেন্দ্র মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রংপুর বিভাগের প্রধান প্রশিক্ষক ইলিয়াস আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, বাংলাদেশ ড্রাগন সিতরিউ কারাতে একাডেমি রংপুর জেলা শাখার আমি সভাপতি হিসেবে পরিচয় দিতে পেরে নিজেকে গর্বিত বোধ করি। এই কারাতে ক্লাব এর মাধ্যমে শত শত তরুণ তরুণী যুবক যুবতী মাদক মুক্ত সমাজ করতে অগ্রহণী ভুমিকা রাখছে। পাশাপাশি কারাতে প্রশিক্ষিত এই সকল ছেলেমেয়েরা মেধা বিকাশেও রয়েছে শীর্ষে। তিনি বাংলাদেশ ড্রাগন সিতরিউ কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা প্রশিক্ষক ইলিয়াস আহমেদ এর তৈরি করা সংগঠনকে আরো গতিশীল করতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, নাগরিক পাটির সংগঠক ইন্জিনিয়ার শেখ রেজওয়ান, জামাতে ইসলামী’র যুব বিভাগের সাধারণ সম্পাদক এইচ মন্ডল, বাবুখা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোসলে হক। এসময় সার্বিক ব্যবস্থাপনা ও সংগঠনটির ধারাবাহিকতা অব্যাহত রাখতে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক আবু আহমেদ সিদ্দিক পারভেজ এর নেতৃত্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ’র মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় আয়োজিত ইফতার মাহফিলে রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলা কারাতে ক্লাবের প্রশিক্ষক ও শিক্ষার্থীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।