বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ: ফয়জুল করিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো শোক র‍্যালি বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শিক্ষার ভিত্তিতে — বেইজ লাইন সার্ভে ও ফিডব্যাক প্রক্রিয়ার রূপান্তরমূলক যাত্রা চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা: দিনের আলোয় শেষ করতে হবে তাজিয়া মিছিল..! বিদায় ঘন্টা বাজে—আরো এক দীপ্ত প্রদীপ নিভে গেল স্বাধীন দেশে নিরাপত্তাহীন মা-বোন: কোথায় আইনের শাসন? প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনরায় সূচনা: মেধা যাচাইয়ে সরকারের স্মার্ট বিপ্লব সুদের টাকার জন্য ব্যবসায়ীর উপর হামলা “নৈতিক শিক্ষা হোক পাঠ্যসূচির অগ্রাধিকার, আগামীর জন্য গড়ি আদর্শ প্রজন্ম”

বসন্তের শুরুতেই মুকুলে মুকুলে সেজেছে প্রতিটি আমের গাছ

এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধিঃ

দেখতে দেখতে শীত শেষ হতে না-হতেই, বসন্তের বার্তা নিয়ে এলো দেশি প্রজাতির সব আমগাছ, হলুদ লাল সাদা মুকুলে সেজেছে প্রতিটি আমের গাছ।
দেখলে মনে হবে এ-যেনো সারি সারি বিভিন্ন ফুলের বাগান। শহর বন্দর,গ্রাম গঞ্জের প্রতিটি বাড়ির আঙ্গিনা সহ ঝোপঝাড় পুকুর পাড়, সবখানেই দেশিয় জাতের সব আমগাছ গুলোতে নুতান মুকুল এসেছে। যদি আপনার বাড়ির আঙ্গিনায় আমগাছ থাকো তো! আমার কথাগুলো আপনি মিলিয়ে দেখবেন আমার সাথে আপনার অনুভুতির কতটা মিল। আপনি লক্ষ করবেন ছোট্ট বড়ো এ-সব ফুল বা মুকুল থেকে মধু সংগ্রহ করছে, নানা প্রজাতির মাছি, মৌ-মাছি প্রজাপতি সহ মধু সংগ্রহ কারী সব ধরনের পোকা মাকড়। এ-সব দেখার পরে অবশ্যই আপনার প্রান জুড়িয়ে যাবে। আমি
বলছিলাম আমার অনুভূতির কথা। এদিকে দেশি অথবা বিদেশি আমের গাছ, বা আমকে আমরা বুঝি এ-ভাবে। যেমন আমাদের দেশে প্রাচীন কাল থেকে যে সকল আম ও আমের গাছ দেখে এসেছি, যেমন টক মিষ্টি, বড়ো ছোটো এ-রকম অনেক প্রকার আম, পরবর্তীতে বহু বছর ধরে বিদেশি জাতের আম ও আমের কলমের মাধ্যমে কৃত্রিম উপায়ে উত্তর বঙ্গের কয়েকটি জেলা যেমন রাজশাহী চাপাই নবাবগঞ্জ রংপুর সহ বহু জেলায় ছড়িয়ে পড়ে বিদেশি কলামের এ-সব আমের চাষাবাদ। এ-সব আমের নাম হলো মালঠা, ফজলি, গোপাল ভোগ, আম রুপালি, আশ্বিনি, ব্যাল খোশ, রাধাভোগ আম শিদুর সহ শতো প্রজাতির আম রয়েছে এখানে। আর এসব আমের গাছে মুকুলও আসবে আরো কিছুদিন পড়ে। এমনটা জানিয়েছেন এলাকার অনেক আমচাষী গন। আমার দেখা দেশের প্রায় প্রতিটি জেলাতেই কম বেশি দেশি বিদেশি ছোটো বড়ো আম গাছের বাগান রয়েছে। সেখানে গেলেই আপনাদের চোখে পড়বে এ-ধরনের নানা প্রজাতির আমের গাছ। লক্ষ্য করবেন গত দু-তিন বছর ধরে হাট বাজার গুলোতে দেখা মিলেছে লম্বা টাইপের এক ধরনের নুতন জাতের আম। এমন আরো বহু প্রজাতির আমের দেখা হয়তো আগামীতে পাওয়ার আশা রাখছি।



ফেইসবুক পেইজ