শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
৫৬০ টি মডেল মসজিদ নির্মাণে স্বৈরাচার আমলে লাপাত্তা অনিয়ম মুগদা থানা মিনি গার্মেন্টস মালিক সমিতির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল উজিরপুরের সাতলা ৯ নং ওয়ার্ড বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল শেষ প্রহরে এক নিঃসঙ্গ আত্মার চিরকালীন যাত্রা নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ১০৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী: এক ঐতিহাসিক প্রতিষ্ঠান গত ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার ব্রিজের রড চুরি করায়, বিএনপির ৩ নেতা-কর্মীকে বহিষ্কার ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে চলন্ত পরিবহনে ভয়াবহ অগ্নিকাণ্ড দীর্ঘ কয়েক বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সাকরালের মুক্তিযোদ্ধা সড়ক

স্বামীর প্রাণ বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী

জি নিউজ ২৪ আওয়ার্স নিউজ ডেস্ক:-

রাজধানীর উত্তরায় এক দম্পতিকে প্রকাশ্যে কোপাতে থাকেন দুই যুবক। এ সময় স্বামীকে বাঁচাতে রামদায়ের সামনে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্বামীকে পেছনে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। আর ধারাল অস্ত্রের সামনে চলে এসেছেন স্ত্রী। এ সময় স্বামীকে বাঁচাতে হাত জোর করে আঁকুতি জানাচ্ছেন তিনি। স্বামীকে বাঁচাতে স্ত্রীর এমন সাহসীকতাকে স্যালুট জানাচ্ছেন অনেকে। নেট দুনিয়ায় প্রসংশায় ভাসছেন ওই নারী। আহত অবস্থায় দুজনকেই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এই হামলার ঘটনা ঘটে,এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ,আটককৃতরা হলো- মো.মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে,গাড়ির সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি হয়,এক পর্যায়ে মোবারক ও রবি রায় গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়,এ সময় জনগণ তাদের দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান,এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে,যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী,বাকিটা তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় জড়িত বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে। আর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা এই বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।



ফেইসবুক পেইজ