নেজাম উদ্দীন- বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ-
রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী সরফভাটা ইউনিয়নের উদ্যোগে মাহে রমযানের শীর্ষক তাৎপর্য আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার
১৯ই মার্চ রাঙ্গুনিয়া সরফভাটা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই ইফতার আয়োজন করেন।মাহফিলে জামায়াতে ইসলামীর সভাপতি মাষ্টার আকতার হোসেন এর সভাপতিত্বে, সেক্রেটারি ইকরামুল ইসলাম এর সঞ্চলানায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম(৭) রাঙ্গুনিয়া আসনে পদপ্রার্থী, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, আন্তজার্তিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য জননেতা অধ্যক্ষ আমিরুজ্জামান।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন
রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন – রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, রাঙ্গুনিয়া আলমশাহ পাড়ার কামিল এম.এ মাদ্রাসার প্রাক্তন প্রধান মুফাসির মাওলানা ইসমাঈল হোসেন,ইসলামী আন্দোলন সরফভাটা ইউনিয়নের সভাপতি মাওলানা মোহাম্মদ লোকমান হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যকালে জননেতা অধ্যক্ষ আমিরুজ্জামান বলেন, মাহে রমজান সিয়াম সাধনার মাস। এ মাসেই মানবতার মুক্তির জন্য হেদায়াতের গ্রন্থ আল- কুরআন নাযিল করা হয়েছে। মহান আল্লাহ মানুষের চলার পথের বিধান তাঁর রাসূল (সা:) এর মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন। কুরআন ও সুন্নাহর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি লাভ করা সম্ভব। রাসূল (স:) এর সঙ্গী সাথীরা এ রমজান মাসে কাফের মুশরিকদের সাথে ঐতিহাসিক বদর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিলেন। মজবুত ঈমান ও নৈতিক শক্তির বলে অল্প সংখ্যক ঈমানদার মুসলিমরা অধিক কাফেরদেরকে পরাজিত করে বিজয় লাভ করেছিলেন। তিনি বলেন, এদেশে ইসলামের প্রচার ও প্রসারে ওলামা – মাশায়েখদের অনন্য ভূমিকা পালন করেছেন এবং তাদের ত্যাগ ও কুরবানী অপরিসীম। তিনি বর্তমান প্রেক্ষাপটে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন শ্রমজীবী মেহনতি মানুষ এবং ওলামা-মাশায়েখসহ সকল পেশাজীবিদেরকে ঐক্যবদ্ধ বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানান।
মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন-রাঙ্গুনিয়া আর্দশ শিক্ষক ফেডারেশন এর সেক্রেটারি মাষ্টার আরিফুল হাসান চৌধুরী মুরাদ, মাষ্টার নাসির উদ্দীন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাঙ্গুনিয়া সরফভাটা মেহেরিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা দিলদার বিন কাশেম।