শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
৫৬০ টি মডেল মসজিদ নির্মাণে স্বৈরাচার আমলে লাপাত্তা অনিয়ম মুগদা থানা মিনি গার্মেন্টস মালিক সমিতির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল উজিরপুরের সাতলা ৯ নং ওয়ার্ড বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল শেষ প্রহরে এক নিঃসঙ্গ আত্মার চিরকালীন যাত্রা নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ১০৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী: এক ঐতিহাসিক প্রতিষ্ঠান গত ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার ব্রিজের রড চুরি করায়, বিএনপির ৩ নেতা-কর্মীকে বহিষ্কার ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে চলন্ত পরিবহনে ভয়াবহ অগ্নিকাণ্ড দীর্ঘ কয়েক বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সাকরালের মুক্তিযোদ্ধা সড়ক

সাইবার নিরপত্তার জন্য করনীয়

জি নিউজ ২৪ আওয়ার্স ডেস্কঃ
=====================
১) সব সময় লগ ইন ও লগ আউট হতে হবে।

২) আপনার সাথে কোন নায়ক/নায়িকার মিল আছে,কিংবা ৩০ বছর পর আপনাকে কেমন দেখাবে এই জাতীয় লিংকে কখনোই ঢুকা যাবে না।

৩) আপনার এফ,বি,বা মেইল পাসওয়ার্ড চায় এই ধরনের লিংকে কখনোই ঢুকা যাবে না।

৪) অপরিচিত কোন মেইল বা লিংকে কোনক্রমেই ঢুকা যাবে না।

৫) আপনার ফেইস-বুকের টাইম-লাইনের সেটিং ঠিক করতে হবে। যেখানে অন্য কেউ কিছু লিখে টাইমলাইনে যাতে না দিতে পারে,সেই ব্যবস্থা করতে হবে।

৬) মোবাইল,কম্পিউটার,বা মেইলের পার্সওয়ার্ড ৩ মাস অন্তর অন্তর পরির্বতন করতে হবে।

৭) মোবাইল বা কম্পিউটারে কোন অন্তরঙ্গ ছবি রাখা যাবে না। এই ধরনের কাজ হতে বিরত থাকুন। কারন যে কোন সময় আপনার মোবাইল ফোনটি হারিয়ে যেতে পারে,কিংবা যে কোন সময় আপনার বন্ধু-বান্ধব আপনার কম্পিউটারে ঢুকে আপনার ছরি চুরি করে নিয়ে আপনাকে কিংবা আপনার প্রিয়জনকে ব্ল্যাকমেইল করতে পারে।

৮) কোনক্রমেই লোকেশন/অবস্থান জনীত ছবি আপডেট দেওয়া যাবে না। যেমন-আমি সাক্ষী দিতে যাচিছ,-আমি এখন ট্রেনে,বাসে ইত্যাদি।

৯) আপনার মোবাইল বা কম্পিউটারে কিংবা মেসঞ্জারে কোন অপরিচিত নাম্বার হতে কোন মেইল,বা ছবি আসলে তাহা কোনক্রমেই খোলা উচিত না।

১০) আপনি লটারীতে টাকা বা গাড়ী জিতেছেন,কিংবা আমেরিকা ও ইউরোপ থেকে এফবি একাউন্ট হোল্ডার কোন ব্যক্তি যদি আপনাকে মেইল করে জানায় যে,সে অনেক বড় লোকের মেয়ে তার কাছে অনেক ডলার আছে,অথাৎ লোভনীয় কোন মেইলের ফাঁদে পড়া যাবে না।

১১) কোন অপরিচিত নাম্বার হতে ফোন করে আপনার কোন তথ্য চায় যেমন-এনআইডি নাম্বার,সহ অনান্য তথাদী,তাহলে সেই ফোন বর্জন করতে হবে। অপরিচিত কাউকেই নিজের কোন তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।

১২) কোন অপরিচিত নাম্বার হতে ফোন করে আপনাকে জানায় যে,সে রবি,বা গ্রামীন ফোনের কাষ্টমার কেয়ার সেন্টার হতে ফোন করেছে,তাদের সার্ভেয়ারের সমস্যার কারনে আপনার মোবাইল ফোনটি কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হবে,এই ধরনের কোন কথাবার্তা শুনা যাবে না। কোনক্রমেই মোবাইল ফোন বন্ধ রাখা যাবে না।

১৩) কোন অপরিচিত নাম্বার হতে মিস কল আসলে তা ব্যাক করা যাবে না; এতে আপনার নাম্বার ক্লোন হতে পারে।

১৪) যেকোন সফটওয়ার বা এ্যাপর্স এ ঢুকার সময় আপনার তথ্য বা এক্সসেস চায়; সেখানে না ঢুকাই শ্রেয়।

১৫) সব সময় শক্তিশালী পার্সওয়ার্ড, যেমন-সংখ্যা ও আলফিভিট অক্ষরের পার্সওয়ার্ড ব্যবহার করুন।

১৬) +১১১১, অথবা +২২২২২,এই জাতীয় ফোন নাম্বার থেকে ফোন রিসিভ থেকে বিরত থাকুন।

১৭) আপনার ফেইসবুক, ইমেইল, বিকাশ নগদ সহ ডিজিটাল প্ল্যাটফর্ম এর পার্সওয়াড কাউকে দিবেন না, সে আপনার স্ত্রী কিংবা প্রেমিকা হউক।

১৮) রবির কাস্টমস কেয়ার পরিচয় দিয়ে কেউ যদি নেটওয়ার্ক এর কাজ করার জন্য আপনার মোবাইল ফোন ২০/৩০ মিনিটের জন্য বন্ধ রাখতে বলেন– তাহলে তা রাখবেন না– এটা প্রতারক চক্রের কাজ–
আপনার মোবাইল ফোন ২০/৩০ মিনিট বন্ধের সুযোগে প্রতারক চক্র আপনার পরিচিত জনকে ফোন দিয়ে বলবে আপনি হাসপাতালে কিংবা পুলিশের হাতে বন্ধী তার জন্য টাকা লাগবে- বলে আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে প্রতারিত চক্র টাকা হাতিয়ে নিতে পারে।

১৯) কোন সরকারী নাম্বার হতে আপনার কাছে অনৈতিক কিছু চাইলে সে ফোন কেটে দিয়ে পুনরায় সেই মোবাইল নবারে ফোন করুন- দেখবেন সেই নাম্বারে আর ফোন যাবে না— প্রতারক চক্র স্মোফিং কল করে সরকারী নাম্বার থেকে ফোন করেছে বলে আপনার কাছে অনৈতিক সুবিধা নিতে এই অপকৌশল ব্যবহার করেছে।

২০) বাজার কিংবা রাস্তাঘাটে মোবাইল সীম কেনার সময় লক্ষ্য রাখবেন যেন বিক্রেতা আপনার একাধিক থাম ইম্প্রেশন না নেয়।।

২১) অনলাইনে কেনাকাটার সময় সাবধানে কেনাকাটা করুন- কোন পন্যের অনলাইন অর্ডার করে অগ্রিম কোন টাকা পয়সা দেওয়া থেকে বিরত থাকুন.. ক্যাশ ইন ডেলিভারিতে পন্য নিন— পন্য হাতে পাওয়ায় পর টাকা দিত। অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হবে না।

২২) থানা পুলিশ, সিআইডি, এস,বি কিংবা অন্য কোন এজেন্সির কর্মকর্তা পরিচয় দিয়ে ( প্রতারক এর মোবাইলে পুলিশ কিংবা অন্য কোন এজেন্সির ছবি থাকলেও) কেউ বিকাশে টাকা চাইলে তা দিবেন না। এটা প্রতারক চক্রের কাজ।। প্রতারক চক্রের সেই লোককে নিকটবর্তী থানায় আসতে বলবেন। দেখবেন সে আসবে না।

⬜⬛এই লেখাগুলো আমার — এই লেখাগুলো কাউন্টার টেররিজম ইউনিট সহ পুলিশ হেডকোয়ার্টার ও পুলিশের বিভিন্ন জেলার পেইজ থেকে দেওয়া হয়েছিল–
সবাই সজাগ সর্তক হউন– বৈষম্যমুক্ত প্রিয় স্বদেশ বিনির্মানে সবাই এগিয়ে আসুন- দেশ ও দেশের মানুষকে ভালোবাসুন– আইন মেনে পুলিশকে সহায়তা করুন।।

মুহাম্মদ শরীফ
পুলিশ পরিদর্শক
অফিসার ইনচার্জ
কর্নফুলী থানা



ফেইসবুক পেইজ