স্টাফ রিপোর্টার, রংপুরঃ-
‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাব চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকা হতে ২০ জুন ২০২৫ ইং তারিখ রাত ১১.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামীদ্বয়ের ব্যবহৃত মাইক্রোবাস তল্লাশী করে ২০ কেজি গাঁজা ও ০১ টি মাইক্রোবাস জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ কাসেম আলী (২৩), পিতা- মোঃ সামসুল হক, সাং- তালুক শাখাতী এবং ২। মোঃ আহেদুল রহমান (৪৫), পিতা- আবদার আলী, সাং-কইটারী, উভয় থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।