===============================
মুহাম্মদ শরীফ (পুলিশ পরিদর্শক)
#আপনার নামে সিম রেজিঃ কৃত --- কিনতু-- আপনি তা জানেন-- না!!
এই না জানার কারনে আপনি ফেঁসে যেতে পারেন- যেকোন মামলায়!!! কোন অপরাধ না করেও আপনি হয়ে যেতে পারেন কোন মামলার আসামী! আপনার নাম উঠতে পারে অপরাধীর তালিকায়!!
#বলবেন কিভাবে-----??--এবার আসুন ----মূল কথায় আসি--------
#আপনি যখন রাস্তাঘাট থেকে কিংবা কোন স্থানীয় দোকান থেকে কোন মোবাইল সিম ক্রয় করেন---- তখন সেই সিম ক্রয়ের বিপরীতে আপনার আঙুলের ছাপ/ বায়োমেট্রিক নেওয়া হয়------
#আপনি খেয়াল করলে দেখবেন---- সেই দোকানে কিংবা সিম বিক্রেতা আপনার আঙুলের ছাপ শুধুমাএ একবার নেন না, প্রায় সময়ে একাধিকবার নেন-
বলে আঙুলের ছাপ স্পষ্ট করার জন্য তারা এমন একাধিকবার ছাপ নেন।
কিনতু-- বিষয়টা কি সঠিক----
একজন তদন্তকারী অফিসার হিসেবে বলবো সঠিক---- নয়- --------
ঐ সিম বিক্রেতা নিজের ও সিম কোম্পানির টার্গেট পুরনের জন্য আপনার নামে আপনার অজান্তে একাধিক সিম রেজিঃকৃত করে নেয়---
#আপনাকে একটি সিম প্রদান করলেও আপনার নামে আরো যে কয়টি সিম রেজিঃ করেছে- তা দেশের অন্য প্রান্তে বিক্রি করে দেয় ---------------
আপনি তা জানেন না----- যখনই কোন মামলা মোকদ্দমায় ফেঁসে যান---শুধু মাএ তখনই জানতে পারেন-------
#বিকাশ ও সাইবার সংক্রান্ত ক্রাইম মামলা তদন্ত করতে গিয়ে এমন সিমের তথ্য পেয়েছি বাস্তবে জীবনে অনেকবার।
#সিম যে ব্যক্তির নামে রেজিঃকৃত সে ব্যক্তি জানে না, তার নামে দেশের অন্য প্রান্তে সিম আছে--- আর এই সিম ব্যবহার করছে অপরাধীরা!! এই সিম ব্যবহার করে ক্রমাগত অপরাধ করেই চলেছে----
বিষয়টি ভয়ংকর নয় কি!! কোন অপরাধ না করে আপনি হয়ে যাচেছন অপরাধী।।
#আপনার নামে কয়টি সিম রেজিঃকৃত আছে-----এই বিষয়টি না জানার কারনে আপনি /অনেক নিরিহ লোক অযথা হয়রানির শিকার হন---দুভাগা হলে জেল পর্যন্ত যেতে হয়-------
♦#এ থেকে বাঁচার কি উপায় নেই------ অবশ্যই আছে--- আসুন জেনে নেই নিজের নামে কয়টি সিম নিবন্ধন হয়েছে-------
#আপনার বর্তমানে ব্যবহৃত যেকোনো গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক সিমের মাধ্যমে আপনার নামে রেজিস্ট্রেশন হওয়া সিমের সংখ্যা জানতে পারবেন।
#সে জন্য আপনাকে *১৬০০১# ডায়াল করতে হবে।
#এই নম্বর ডায়াল করার পর ফিরতি মেসেজে আপনার NID/ জাতীয় পরিচয়পত্রের নম্বরের শেষের চারটি সংখ্যা দিতে বলবে।
#এ পর্যায়ে আপনার এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা সাবমিট করে সেন্ড করুন।
#ফিরতি মেসেজে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমগুলোর নম্বর দেয়া হবে।
#এখানে প্রিপেইড বা পোস্টপেইড যেই সিমই হোক না কেন সব নম্বর দেখাবে। তবে নম্বরগুলো সম্পূর্ণ দেবে না। প্রতিটি নম্বরের শুরুর তিন ডিজিট এবং শেষের তিন ডিজিট দেখাবে। ঠিক অনেকটা এ রকম ৮৮০১৭*****১২৩।
#এইভাবে আপনার NID দিয়ে আপনার নামে কয়টি সিম রেজিঃকৃত তাহা জানার পরে ---আপনার নামে একাধিক সিম রেজিঃকৃত থাকলে তাহা বাতিলের ব্যবস্থা করে আপনি বাঁচতে পারেন অনাকাঙ্ক্ষিত হয়রানির হাত থেকে--
এই ক্ষেত্রে আপনার নামে ভুয়া একাধিক সিম রেজিঃ বিষয়টি নিয়ে স্থানীয় থানায় সাধারন ডায়রি
বা জিডি করে- আপনি আপনার NID দিয়ে নামে রেজিঃকৃত সেই সিমগুলো বাতিলের ব্যবস্থা করে ---অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে পারেন-----
পারেন অনাকাঙ্ক্ষিত মামলা মোকদ্দমার হাত থেকে বাঁচতে-------
এ ছাড়াও আলাদা আলাদা সিমের মাধ্যমে ডায়াল করে এ তথ্য জানা যাবে। সেগুলো হলো-
গ্রামীণফোন টাইপ ‘info’ সেন্ড করুন 4949 গ্রামীণফোন টাইপ ‘Reg 17 Digit NID Number’ সেন্ড করুন 4949
বাংলালিংক ডায়াল *1600*2# এবং ডায়াল *1600*1#
রবি ডায়াল *1600*3# এবং *1600*1#
এয়ারটেল ডায়াল *121*4444# টেলিটক টাইপ ‘info’ সেন্ড করুন 1600
এই সেবা নেয়ার জন্য কোনো চার্জ কাটা হবে না, অর্থাৎ আপনি ফ্রিতে এটি করতে পারবেন।
উপরোক্ত কাজগুলো করে আপনি অযথা হয়রানির শিকার না হওয়া থেকে-- বাঁচতে পারবেন-
পারবেন- অনাকাঙ্ক্ষিত মামলা মোকদ্দমার হাত থেকে বাঁচতে....
#পরিশেষে সকলের দোয়া আর ভালোবাসা চাই