মোঃ রফিকুল ইসলাম
বিভাগীয় প্রধান (কুড়িগ্রাম):-
"যেতে নাকি দেব হায়,তবু যেতে দিতে হয় তবু চলে যায়"
এই স্লোগানে কুড়িগ্রাম জেলায় চর রাজিবপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রাজিবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ২০২৫ সালের এসএসসি ও এসএসসি(ভোকেশনাল)
পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ (১৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাজিবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে সকাল ১১.০০ ঘটিকার সময়ে রাজিবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু হান্নান সিদ্দিক এর সভাপতিত্বে ও সহকারী লাইব্রেরিয়ান ফজলুল করিমের সঞ্চালনায় এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেন স্কুলের সিনিয়র শিক্ষার্থীরা।বিদায়ী শিক্ষার্থীদের মাঝে আবেগঘন মুহূর্তে বিভিন্ন উপদেশ মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক ও অতিথি মন্ডলীরা। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু হান্নান সিদ্দিক,জামাআতে ইসলাম বাংলাদেশ এর উপজেলা আমীর মাওলানা আবুল বাশার মোঃ আব্দুল লতিফ, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক হুসাইন আহমেদ,অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবুল হাশেম,সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহকারী শিক্ষক সামছুল হক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চর রাজিবপুর উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমানসহ আরো অনেকেই।