বিশেষ প্রতিনিধি, গলাচিপা:-
গলাচিপায় পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করলেন স্যাপ। সাউথ এশিয়া পাটর্নাশীপের উদ্যোগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় “সমৃদ্ধি কর্মসূচী উপজেলা দিবস” উদযাপন উপলক্ষে ১৫টি ইভেন্টে ৪৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরন করা হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ ৫জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিসহ উপঢৌকন প্রদান করা হয়।
গলাচিপা মহিলা কলেজ মিলনায়তনে স্যাপ বাংলাদেশ সিনিয়র এরিয়া ম্যানেজার মো: সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বিশেষ অতিথি গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র প্রভাষক মো: হারুন অর রশিদ, স্যাপ কর্ডিনেটর মো: লুৎফর রহমান প্রমূখসহ স্যাপ এর উপকার ভোগিরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে পুরস্কার গ্রহন করেন সিনিয়র মৎস্যকর্মকর্তা মো: জহিরুন্নবী, সমাজ সেবা ও শিক্ষাবিদ হিসেবে গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মো: শাহাজানান মিয়া, ক্রীড়া বিদ মো: ফকরুল ইসলাম (অবসর), বিশিষ্ট সাংবাদিক হিসেবে মো: হারুন অর রশিদ (নয়াদিগন্ত), সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রধান শিক্ষক মো: মঈন উদ্দিন।