বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ: ফয়জুল করিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো শোক র‍্যালি বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শিক্ষার ভিত্তিতে — বেইজ লাইন সার্ভে ও ফিডব্যাক প্রক্রিয়ার রূপান্তরমূলক যাত্রা চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা: দিনের আলোয় শেষ করতে হবে তাজিয়া মিছিল..! বিদায় ঘন্টা বাজে—আরো এক দীপ্ত প্রদীপ নিভে গেল স্বাধীন দেশে নিরাপত্তাহীন মা-বোন: কোথায় আইনের শাসন? প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনরায় সূচনা: মেধা যাচাইয়ে সরকারের স্মার্ট বিপ্লব সুদের টাকার জন্য ব্যবসায়ীর উপর হামলা “নৈতিক শিক্ষা হোক পাঠ্যসূচির অগ্রাধিকার, আগামীর জন্য গড়ি আদর্শ প্রজন্ম”

বান্দরবান হাফেজঘোনা নতুন পাড়া জামে মসজিদে ওয়াজ মাহফিল সম্পন্ন 

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি।।

 বান্দরবান সদর উপজেলার ৩নং বান্দরবান সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত  দক্ষিণ হাফেজঘোনা নতুন পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ২য় বারের মতো ওয়াজ মাহফিল ১৮ফেব্রুয়ারি রাতে মসজিদ প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়। 

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন হাফেজ ক্বারী মাওলানা মুজিবুল হক খতীব, জজকোর্ট জামে মসজিদ, বান্দরবান। মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদীসের আলোকে বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক ক্বারী, বিশিষ্ট ইসলামী স্কলার্স মাওলানা ক্বারী আতা উল্লাহ গণী,
পরিচালক, জামেয়া উমিদিয়া কক্সবাজার ও খতীব, লালদিঘী জামে মসজিদ, কক্সবাজার।

বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন  হাফেজ মাওলানা মোঃ ইউনুছ সাহেব খতীব,হাফেজঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ,বান্দরবান। হাফেজ ক্বারী মাওলানা তোহা শামছী খতীব,দক্ষিণ হাফেজঘোনা নতুন পাড়া জামে মসজিদ। 

দক্ষিণ হাফেজঘোনা নতুন পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন ৩নং সদর ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা সরওয়ার জামাল। 

দক্ষিণ হাফেজঘোনা নতুন পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ও মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক বান্দরবান প্রেসক্লাব সদস্য এপেক্স আবুল বশর ছিদ্দিকী, বান্দরবান প্রেসক্লাব সদস্য সাংবাদিক মুহাম্মদ আলী। এড. আলমগীর, মাও: জমিরউদ্দীন,ছাত্র প্রতিনিধি মো: রমজান প্রমুখ। এছাড়াও মাহফিলে সুন্দর কন্ঠে হামদ্ নাথ পরিবেশন করেন বান্দরবানের সকলের পরিচিত কন্ঠ শিল্পী মো: কুতুব মিনার।



ফেইসবুক পেইজ