দীপংকর মল্লিক( বান্দরবান প্রতিনিধি)
বান্দরবানে সচেতন ছাত্রজনতার উদ্যোগে সারা দেশব্যাপী আইন শৃঙ্খলার অবনতি, ধর্ষণ, চাঁদাবাজির প্রতিবাদে এবং বান্দরবানের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি), সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ব্যক্তিরা বক্তব্যকালে সরকারের কাছে বর্তমান নানা সমস্যার কথা তুলে ধরেন, অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সাধারণ ছাত্র মুহাম্মদ ইসমাইল, মিছবাহ উদ্দীন এবং বান্দরবান জেলা ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল, মুহাম্মদ মুসা, , হাবিব আল মাহমুদ, আমান উল্লাহ, , মেহেদী হাসান ও রুমি সেন প্রমুখ। উক্ত মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এবং সচেতন নাগরিকগণ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রায় ২ সহস্রাধিক শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবের পরও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ ধর্ষণ, চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসী কার্যক্রম ব্যাপক আকার ধারণ করেছে। যা অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতার পরিচয়। বিপ্লবের ৭ মাস পরে এসেও চাঁদাবাজি ও ধর্ষণের বিচারের জন্য ছাত্রদের রাস্তায় নামতে হওয়াটা অত্যন্ত দুঃখজনক বলেও উল্লেখ করেন। বক্তারা বলেন, সারাদেশসহ বান্দরবানেও সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও দুর্নীতি সহ ইত্যাদির বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সোচ্চার হওয়া দরকার।
অন্যথায় দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের পদত্যাগের আন্দোলনেরও হুঁশিয়ারি দেন নেতারা। বক্তারা আরো বলেন, বান্দরবানে শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে অভ্যুত্থান পরবর্তী আমরা অসংখ্যবার জেলা পরিষদ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন ভাবে সংস্কারের দাবি জানিয়ে আসলেও তারা কর্ণপাত করেন নি। ছাত্র নেতারা শিক্ষা ও স্বাস্থ্য খাতে দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের আল্টিমেটাম দেন। অন্যথায় জেলা পরিষদ ও জেলা প্রশাসন ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন।