বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ: ফয়জুল করিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো শোক র‍্যালি বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শিক্ষার ভিত্তিতে — বেইজ লাইন সার্ভে ও ফিডব্যাক প্রক্রিয়ার রূপান্তরমূলক যাত্রা চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা: দিনের আলোয় শেষ করতে হবে তাজিয়া মিছিল..! বিদায় ঘন্টা বাজে—আরো এক দীপ্ত প্রদীপ নিভে গেল স্বাধীন দেশে নিরাপত্তাহীন মা-বোন: কোথায় আইনের শাসন? প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনরায় সূচনা: মেধা যাচাইয়ে সরকারের স্মার্ট বিপ্লব সুদের টাকার জন্য ব্যবসায়ীর উপর হামলা “নৈতিক শিক্ষা হোক পাঠ্যসূচির অগ্রাধিকার, আগামীর জন্য গড়ি আদর্শ প্রজন্ম”

বান্দরবানে এক যুবকের জরিমানা ও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

দীপংকর মল্লিক (বান্দরবান প্রতিনিধি)

বান্দরবান সদরে মো. ওসমান (৪১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বলাৎকারের ঘটনায় তাকে এই আদেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালত।

যাবজ্জীবন এর সাথে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়। (আজ সোমবার(২৪ ফেব্রুয়ারি), সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাবা জেবুন্নাহার আয়শায় আদালতে এই আদেশ দেওয়া হয়। আসামী মো. ওসমানের স্থায়ী ঠিকানা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। তার পিতা মৃত নূর হোমাম্মদ বলে জানা যায়। মামলা সূত্রে জানা যায়, গত, ২০২২ সালের ১৯ আগস্ট সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় বান্দরবান সদরস্থ রাজারমাঠ থেকে স্টেডিয়াম এলাকায় রিকশা যোগে যাওয়ার পথে রিকশাটি ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে রিকশা চালক রিকশায় থাকা ওই কিশোরটিকে নাস্তা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে গিরিছায়া গার্ডেন নামে একটি রিসোর্টের এক কোণায় নিয়ে যায় এবং তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক বলৎকার করে। পরে যুবকের কান্নাকাটি শুনে ঘটনাটি স্থানীয়দের মাঝে জানাজানি হলে পুশিশের সহযোগীতায় আসামী মোঃ ওসমানকে গ্রেপ্তার করা হয়।

জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জনাব মোহাম্মদ ইসমাইল বলেন, আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আজ অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন।



ফেইসবুক পেইজ