শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
পরিচালক ও শেয়ারহোল্ডাদের নিয়ে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালে ইফতার অনুষ্ঠিত মধ্যরাতে যৌথবাহিনীর তল্লাশিতে, এলজিইডি প্রকৌশলীর গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণে স্বৈরাচার আমলে লাপাত্তা অনিয়ম মুগদা থানা মিনি গার্মেন্টস মালিক সমিতির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল উজিরপুরের সাতলা ৯ নং ওয়ার্ড বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল শেষ প্রহরে এক নিঃসঙ্গ আত্মার চিরকালীন যাত্রা নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ১০৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী: এক ঐতিহাসিক প্রতিষ্ঠান গত ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার ব্রিজের রড চুরি করায়, বিএনপির ৩ নেতা-কর্মীকে বহিষ্কার

পরিচালক ও শেয়ারহোল্ডাদের নিয়ে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালে ইফতার অনুষ্ঠিত

নেজাম উদ্দীন-বিশেষ প্রতিনিধি

স্বাস্থ্যসেবায় স্বনামধন্য প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়োগনিস্টক সেন্টার সম্মানিত পরিচালক ও শেয়ারহোল্ডাদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত । জুমাবার ১৪ই মার্চ হসপিটালে নির্মিতব্য নিজস্ব ভবনে এই ইফতার মাহফিলে আয়োজন হয়।
হসপিটালের ফিন্যান্স ডিরেক্টর মাওলানা মোহাম্মদ শওকত হোসাইন এর সঞ্চালনায় ও মাওলানা হাফেজ মোহাম্মদ ইউনুছ এর পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে বিকাল ৪ ঘটিকায় সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সভাপতিত্ব করেন হসপিটালটির চেয়ারম্যান, বিশিষ্ট অর্থোপেডিক্স সার্জন ডাক্তার এটিএম রেজাউল করিম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হসপিটালের প্রধান উপদেষ্টা আইআইইউসি ট্রাস্টি বোর্ডের সদস্য ও উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ আমিরুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইয়াহহিয়া মাহমুদ রিজভী,রামাদানে তাৎপর্য নিয়ে বক্তব্যে রাখেন ‘রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম, বক্তব্য রাখেন হসপিটালের মেডিক্যাল অফিসার ডাক্তার এস কে এম মোকাম্মেল সিয়াম সহ বিভিন্ন শেয়ারহোল্ডার ও পরিচালকবৃন্দ।

এই সময় বক্তরা বলেন_মাহে রামাদান মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য বিশেষ নিয়ামত,তাকওয়ার পরিশুদ্ধ মাস, রমজানে সিয়াম পালন শুধু আমাদের জন্য নয় বরং পূর্ববর্তীদের জন্যও অত্যাবশ্যকীয় ছিল। আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি, সেজন্যই রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে।

তাই পবিত্র রমজান মাসে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে তাকওয়ার সমাজ প্রতিষ্ঠায় সবাইকে আত্মনিয়োগ করতে হবে।



ফেইসবুক পেইজ