নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, ‘পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের টুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা হবে। সৈকতের সৌন্দর্য রক্ষা এবং পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দময় পরিবেশ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গতকাল রোববার (১৫ জুন) বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকতের বেড়িবাঁধ দখল করে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের পর সৈকতের বর্তমান অবস্থা পরিদর্শনে যান মেয়র। পূর্বের উচ্ছেদ অভিযানের অগ্রগতি এবং বর্তমানে সৈকতের পরিবেশ কেমন রয়েছে তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শন শেষে মেয়র ডা. শাহাদাত বলেন, ‘সৈকতের আশপাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিল। এসব দোকানে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি হতো, যা দর্শনার্থীদের বিরূপ অভিজ্ঞতা এবং সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যকেও ক্ষতিগ্রস্ত করছিল।’
সৈকতের সৌন্দর্য্য পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন নগর কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক মোঃ আলমগীর, নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম,৪৯ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড সাবেক কমিশনার মোঃ ইসমাইল, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, বিএনপি নেতা মোঃ ইলিয়াস,সদ্য ঘোষিত ৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ নাজমুল হুদা চৌধুরী নাজিম, সদস্য সচিব মোঃ আলী আজম, নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ হোসেন টিটু সহ যুবদল- ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল নেতৃবৃন্দ এবং পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।