মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধিঃ-
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রফিক সওদাগর বাড়ির ১৭ বছর বয়সী কিশোর জুনায়েদ হোসেন ঘুরতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।
শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে পতেঙ্গা সি-বিচে যাওয়ার পথে বায়জিদ লিংক রোডে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। পথে একটি লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জুনায়েদ স্থানীয়ভাবে শান্ত, ভদ্র ও প্রাণচঞ্চল ছেলে হিসেবে পরিচিত ছিল। তার পিতা মৃত মো. জাফর। দুই ভাই ও এক বোনের মধ্যে জুনায়েদ ছিল সবার ছোট। বড় ভাই জাবেদ একজন মোবাইল মেকানিক হিসেবে কাজ করেন।
জানা গেছে, বিকেলে জুনায়েদ ৬ জন বন্ধু মিলে দুটি মোটরসাইকেলে করে পতেঙ্গা সি-বিচের উদ্দেশ্যে রওনা দেয়। বায়জিদ লিংক রোডে যাওয়ার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চলে যায়। এতে জুনায়েদ এবং তার সঙ্গে থাকা মোমিন ও মারুফ দুর্ঘটনার শিকার হন। জুনায়েদ ঘটনাস্থলেই মারা যায়। মারুফ ও মোমিন আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
হঠাৎ এমন দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে নিহতের পরিবার ও স্বজনরা। প্রতিবেশীরাও গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে, প্রতিদিনের মতোই মর্মান্তিক এসব সড়ক দুর্ঘটনায় তরতাজা প্রাণ হারানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা, যেন এমন দুর্ঘটনা আর কারো জীবনে না নামে।