এ এইচ অনিক, বিশেষ প্রতিনিধি।
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের কাছে গ্রীন লাইন পরিবহনের একটি চলন্ত গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার প্রকাশ আজ ৬ মার্চ বৃহষ্পতিবার বেলা পৌনে ১১ টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী গ্রীন লাইন পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৪-৩১৯২) ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের কাছে বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়নাল হক হাওলাদারের বাড়ি সামনে আসামাত্র যাত্রীবাহী চলন্ত পরিবহন টির পিছনের অংশে আগুনের সুত্রপাত হয়। পেছনে থাকা মোটরসাইকেল চালকের নজরে আসলে দ্রুত গাড়িটিকে থামায়। এসময় গাড়িতে থাকা যাত্রী গন চিৎকার চেচামেচি শুরু করে এবং তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে যাওয়ার সময় সামান্য আঘাত পেলেও হতাহতের মতো ঘটনা ঘটেনি।
উপস্থিত পথচারীরা আগুন নেভালোর চেষ্টা করেন এবং তাৎক্ষণিক উজিরপুর ফায়ার সার্ভিসের সংবাদ দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন ও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে পরিবহনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। দিন দুপুরে হটাৎ এমন ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। এ-বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম আমাদের প্রতিনিধিকে জানান খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে আমাদের পুলিশের একটি টিম ওখানে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলটি সম্পুর্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন।