বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ: ফয়জুল করিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো শোক র‍্যালি বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শিক্ষার ভিত্তিতে — বেইজ লাইন সার্ভে ও ফিডব্যাক প্রক্রিয়ার রূপান্তরমূলক যাত্রা চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা: দিনের আলোয় শেষ করতে হবে তাজিয়া মিছিল..! বিদায় ঘন্টা বাজে—আরো এক দীপ্ত প্রদীপ নিভে গেল স্বাধীন দেশে নিরাপত্তাহীন মা-বোন: কোথায় আইনের শাসন? প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনরায় সূচনা: মেধা যাচাইয়ে সরকারের স্মার্ট বিপ্লব সুদের টাকার জন্য ব্যবসায়ীর উপর হামলা “নৈতিক শিক্ষা হোক পাঠ্যসূচির অগ্রাধিকার, আগামীর জন্য গড়ি আদর্শ প্রজন্ম”

চট্টগ্রাম সিইপিজেডে গার্মেন্টস কর্মী তীব্র ডায়রিয়া অসুস্থতায় ছুটি না পেয়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ-

চট্টগ্রাম সিইপিজেড এলাকার এলসিবি গার্মেন্টসে তীব্র ডায়রিয়ায় অসুস্থ অবস্থায় ছুটি না পেয়ে এক আদিবাসী তরুণ শ্রমিক, উৎপল তঞ্চঙ্গ্যা (Utpal Tanchangya) প্রাণ হারিয়েছেন। তিনি ফ্যাক্টরিতে ফিনিশিং হেলপার পদে কাজ করতেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উৎপল গতকাল থেকেই ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি ছুটির আবেদন করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ তার আবেদন গ্রহণ করেনি। চাকরি হারানোর ভয়ে তিনি বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়েই কাজে যোগ দেন।

আজ সকালে আরও দুর্বল শরীরে দ্বিতীয়বার ছুটির আবেদন করেন উৎপল। তবে ফের ছুটি না দিয়ে তাকে জোর করে কাজ চালিয়ে যেতে বাধ্য করা হয়। দুপুর একটার দিকে শরীরের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়লে, কান্নাজড়িত কণ্ঠে তৃতীয়বার ছুটির আবেদন করেন তিনি। অবশেষে বিকেল চারটায় ছুটি পান, কিন্তু তখন উৎপলের শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি নিজের পায়ে দাঁড়াতেও পারছিলেন না।

পরবর্তীতে তাকে দ্রুত বেবজা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ শ্রমিক।

এ ঘটনা জানাজানি হওয়ার পর এলসিবি গার্মেন্টসের বিরুদ্ধে শ্রমিক নির্যাতন এবং মানবিকতার চূড়ান্ত অবহেলার অভিযোগ উঠেছে। একই কারখানায় কর্মরত উৎপলের সহকর্মী পূর্ণা চাকমা (Purna Chakma) জানান, উৎপলের মৃত্যুর জন্য কারখানা কর্তৃপক্ষের অমানবিক আচরণই সরাসরি দায়ী।

শ্রমিক উৎপল তঞ্চঙ্গ্যার মৃত্যু কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। এটি শ্রমিকের জীবন নিয়ে প্রতিষ্ঠানিক অবহেলার একটি ভয়াবহ উদাহরণ। শ্রমিকের ন্যূনতম মানবাধিকার নিশ্চিত না করে জোরপূর্বক কাজ করানোর সংস্কৃতি আজ ‘কাঠামোগত হত্যাকাণ্ডের’ রূপ নিচ্ছে। উৎপলের মৃত্যু সেই নির্মম বাস্তবতারই আরেকটি মর্মান্তিক প্রমাণ।



ফেইসবুক পেইজ