বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ: ফয়জুল করিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো শোক র‍্যালি বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শিক্ষার ভিত্তিতে — বেইজ লাইন সার্ভে ও ফিডব্যাক প্রক্রিয়ার রূপান্তরমূলক যাত্রা চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা: দিনের আলোয় শেষ করতে হবে তাজিয়া মিছিল..! বিদায় ঘন্টা বাজে—আরো এক দীপ্ত প্রদীপ নিভে গেল স্বাধীন দেশে নিরাপত্তাহীন মা-বোন: কোথায় আইনের শাসন? প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনরায় সূচনা: মেধা যাচাইয়ে সরকারের স্মার্ট বিপ্লব সুদের টাকার জন্য ব্যবসায়ীর উপর হামলা “নৈতিক শিক্ষা হোক পাঠ্যসূচির অগ্রাধিকার, আগামীর জন্য গড়ি আদর্শ প্রজন্ম”

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো শোক র‍্যালি

জি নিউজ টোয়েন্টিফোর ডেস্কঃ-

কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে চট্টগ্রাম নগরে শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে আয়োজিত বিভিন্ন শোক মিছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল রবিবার (৬ জুলাই ২০২৫ খ্রি.) ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষ্যে বিকাল ৩:০০ ঘটিকায় নগরীর ওয়ার্লেস ৪নং লেইন আমবাগান থেকে প্রধান শোক মিছিলটি শুরু হয়। মিছিলটি টাইগারপাস, কদমতলী, স্টেশন রোড, নিউমার্কেট মোড়, কোতোয়ালী মোড়, লালদিঘী, সিনেমা প্যালেস, নন্দনকানন, ডিসি হিল, লাভলেইন, কাজির দেউরী,আলমাস সিনেমা হল, ওয়াসা মোড়, জিইসি মোড়,জাকির হোসেন রোড হয়ে পুনরায় ওয়ার্লেস মোড় হয়ে ওয়ার্লেস ৪নং লেইনে গিয়ে শেষ হয়। এছাড়াও নগরী বিভিন্ন এলাকা থেকে আগত শোক মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোক মিছিলের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ছিলো পুরো এলাকায়। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক সিএমপি’র বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা এবং ড্রোন ক্যামেরা মাধ্যমে তৈরি করা হয়েছিল সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা।

প্রসঙ্গত, ১০ মহররম তথা পবিত্র আশুরা সারা পৃথিবীতে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। শিয়া সম্প্রদায় এই দিনটি নানাবিধ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ব্যাপকভাবে পালন করে। এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য।



ফেইসবুক পেইজ