বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ: ফয়জুল করিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো শোক র‍্যালি বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শিক্ষার ভিত্তিতে — বেইজ লাইন সার্ভে ও ফিডব্যাক প্রক্রিয়ার রূপান্তরমূলক যাত্রা চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা: দিনের আলোয় শেষ করতে হবে তাজিয়া মিছিল..! বিদায় ঘন্টা বাজে—আরো এক দীপ্ত প্রদীপ নিভে গেল স্বাধীন দেশে নিরাপত্তাহীন মা-বোন: কোথায় আইনের শাসন? প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনরায় সূচনা: মেধা যাচাইয়ে সরকারের স্মার্ট বিপ্লব সুদের টাকার জন্য ব্যবসায়ীর উপর হামলা “নৈতিক শিক্ষা হোক পাঠ্যসূচির অগ্রাধিকার, আগামীর জন্য গড়ি আদর্শ প্রজন্ম”

চট্টগ্রাম জেলা প্রেসক্লাব’র ২০২৫-২৬ সেশনে কমিটি গঠিত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

সাংবাদিকদের জনপ্রিয় পেশাদার সংগঠন চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব-এর ২০২৫-২৬ সেশনের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

প্রবীন সাংবাদিক সৈয়দ আবু মুসাকে সভাপতি এবং সাংবাদিক কেফায়েত উল্লাহ কায়সারকে সাধারন সম্পাদক করে মোট ১১ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠিত হয়। ২৪ মে শনিবার বিকাল ৫ টার সময় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারন সভায় উপস্থিত সদস্যদের পরামর্শের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব এর ২০২৫-২৬ সেশনের জন্য এ কমিটি গঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি সৈয়দ আবু মুসা’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের উদ্দেশ্য-লক্ষ্য বাস্তবায়নে দিক নির্দেশনা ব্যাখ্যা করে বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, সহ সভাপতি- মাস্টার এম কামাল উদ্দিন, মাসুদ আলম সাগর, অর্থ সম্পাদক- মোঃ আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক- মোঃ কফিল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক- এনামুল হক রাশেদী, দফতর সম্পাদক-মোঃ জাহাঙ্গির আলম, নির্বাহি সদস্য- মেহেদী হাসান তুহিন ও জুবায়ের হোসেন।

সভাপতির বক্তব্যে সৈয়দ আবু মুসা চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবকে বৃহত্তর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত মানন্নোয়নে সবাইকে আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। সভাপতি নব গঠিত কার্যকরী কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরুপে পালন করার আহ্বান জানান। সভায় সংগঠনের উদ্যোগে একটি মান সম্পন্ন সূভ্যেনিয়র প্রকাশের সিদ্ধান্ত গৃহিত হয়, একিই সাথে বৃহত্তর চট্টগ্রাম থেকে পেশাদার সংবাদ কর্মিরা যাতে সংগঠনের সদস্য হতে পারে তার জন্য জুন-জুলাই দুই মাস সময় নির্ধারন করে দেওয়া হয়। ২০২৫-২৬ সেশনের জন্য নব গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন

সিনিয়র সহসভাপতি- কাজী জিয়াউদ্দিন সোহেল, সহ সভাপতি-মাস্টার এম কামাল উদ্দিন, মাসুদ আলম সাগর, অর্থ সম্পাদক- মোঃ আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক- মোঃ কফিল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক- এনামুল হক রাশেদী, দফতর সম্পাদক-মোঃ জাহাঙ্গির আলম, নির্বাহি সদস্য- মেহেদী হাসান তুহিন ও জুবায়ের হোসেন।



ফেইসবুক পেইজ