জি নিউজ ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম সিইপিজেডে গত ৮ ফেব্রুয়ারী ২০২৫ রোজ শনিবার শ্রমিকের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করেন। এতে প্যাসিফিক গ্রুপ অব কোম্পানির Pacific Casual Ltd অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ১১ ফেব্রুয়ারী ২০২৫ রোজ মঙ্গলবার Pacific Casual LTD. পুনরায় সচল এর জন্য এবং ভবিষ্যৎতে শ্রমিকদের সকল সমস্যা সমাধানের জন্য পরবর্তী পদক্ষেপ এর বিষয়ে চট্টগ্রামের ইপিজেড এর (ED) জনাব আবদুস সোবাহান এর সাথে জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য সাগুপ্তা বুশরা মিশমা, চট্টগ্রাম জেলা সংগঠক রায়হানুল হক ও সরোয়ার কামাল, শ্রমিক নেতা মুহাম্মদ ফারুক হোসেন, চট্টগ্রাম মহানগর সংগঠক সেলিম উদ্দিন, সাহেদ ইকবাল, নূর আবরার রাজিন, এছাড়া ইপিজেড থানা সংগঠক আসাদুজ্জামান রাফি, আবদুল কাদের ইমন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ইপিজেড থানা প্রতিনিধি মুহাম্মদ শিহাব উদ্দিন সহ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তখন অতিদ্রুত Pacific casual LTD. পুনরায় সচল করবার আশ্বাস দেন জনাব আবদুস সোবহান। এবং পরবর্তীতে যে কোন সমস্যা সমাধানের জন্য চট্টগ্রাম বেপজা কর্তৃপক্ষ প্রস্তুত বলে জানান।