জি নিউজ ২৪ আওয়ার্স, ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামে ০২/০৩/২০২৫ তারিখ রোজ রবিবার বেলা ৩.০০ ঘটিকা হতে বেলা ৪.৩০ ঘটিকা পর্যন্ত পরিচালিত বাজার মনিটরিং টাস্ক ফোর্স অভিযানের অংশ হিসেবে মহানগরীর খাতুনগঞ্জ কাঁচাবাজার এলাকায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও মোড়কজাত পণ্যে পণ্যের পরিমাণ, মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ৩ মামলায় ১৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। টাস্ক ফোর্স অভিযানে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: কামরুজ্জামান। এসময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।