বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ: ফয়জুল করিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো শোক র‍্যালি বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শিক্ষার ভিত্তিতে — বেইজ লাইন সার্ভে ও ফিডব্যাক প্রক্রিয়ার রূপান্তরমূলক যাত্রা চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা: দিনের আলোয় শেষ করতে হবে তাজিয়া মিছিল..! বিদায় ঘন্টা বাজে—আরো এক দীপ্ত প্রদীপ নিভে গেল স্বাধীন দেশে নিরাপত্তাহীন মা-বোন: কোথায় আইনের শাসন? প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনরায় সূচনা: মেধা যাচাইয়ে সরকারের স্মার্ট বিপ্লব সুদের টাকার জন্য ব্যবসায়ীর উপর হামলা “নৈতিক শিক্ষা হোক পাঠ্যসূচির অগ্রাধিকার, আগামীর জন্য গড়ি আদর্শ প্রজন্ম”

চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা: দিনের আলোয় শেষ করতে হবে তাজিয়া মিছিল..!

জি নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:-

দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র আশুরা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল (৩০ জুন দুপুরে)অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির।

পবিত্র আশুরা আগামী ৬ জুলাই সুষ্ঠুভাবে উদযাপনে নগরীর বিভিন্ন স্থান হতে ৭ টি মিছিল শহরের বিভিন্ন রুট প্রদক্ষিণ করবে। সভায় মিছিল প্রদক্ষিনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে দায়িত্বশীল বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে সমন্বয়ে কর্মবিধি প্রণয়ন করা হয় এবং লিখিত সাধারন নির্দেশনা প্রদান করা হয়েছে বলে সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ূন কবির জানান।

*নির্দেশনা সমূহ*

দিনের বেলায় তাজিয়া মিছিল সম্পন্ন করতে হবে।
রাতের বেলায় মিছিল ও কোন ধরনের সমাবেশ করা যাবে না, মিছিলে ছোরা, বল্লম, চাকুসহ অবৈধ অস্ত্র বহন না করা, নির্ধারিত সময়ে মিছিলের রুট ও সময় সংক্ষিপ্ত করা,গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থান-রুটে অস্থায়ী সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে সমন্বয় করা,বৈদ্যুতিক দূর্ঘটনা রোধকল্পে মিছিলে বহনকারী বাঁশ, খুঁটি-ঝান্ডার দৈর্ঘ্য ১২ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখা,মিছিলে উৎশৃঙ্খল আচরণ না করা ও রাস্তায় যানজট সৃষ্টি না হয় সে দিকে লক্ষ্য রাখা।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে কোন উস্কানিমূলক বক্তব্য/কার্যক্রম ও ধর্মীয় প্রতিষ্ঠানে ঢিল ছোড়া ইত্যাদি না করার জন্য পূর্বেই ব্রিফিং করতে হবে।
তাজিয়া কমিটি কর্তৃক স্ব-স্ব উদ্যোগে স্বেচ্ছাসেবক-নিরাপত্তা কর্মী মোতায়েন করা এবং স্বাক্ষরিত নামের তালিকা ও মোবাইল নম্বর সিটিএসবি-সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা।

মাদক ও নেশা জাতীয় দ্রব্য পরিহার সহ তাজিয়া মিছিল চলাকালে দায়িত্ব পালনে পুলিশকে সহায়তা করার জন্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্),সিএমপি, মোবাঃ ০১৩২০-০৫২০৭৪, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইন্টঃ), সিটি স্পেশাল ব্রাঞ্চ, সিএমপি, মোবাঃ ০১৩২০-০৫৪২৪৩ জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন সিএমপি পুলিশ।



ফেইসবুক পেইজ