জি নিউজ ২৪ আওয়ার্স, ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামে গত ০২/০৩/২০২৫ ইং তারিখ রোজ রবিবার আনুমানিক ১৬.২০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জনাব আরিফুর রহমান এর নেতৃত্বে এএসআই (নিঃ) সৈয়দ আবুল হাসেম সঙ্গীয় এএসআই/মোঃ মেজবাহ উদ্দিন, কং/৫২৭০ মোঃ আলমগীর হোসেন, ড্রাইঃ কং/৩৬৪৩ মোঃ নজরুল ইসলাম ও স্পেশাল-৩৪ (দিবা) এসআই/কাজী আবিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ এবং ঈগল-৪২ অফিসার এএসআই/মোঃ আনোয়ার হোসাইন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও ডেভিল হান্ট অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া এলাকাস্থ ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যাক্ত ভবনে শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাত সহ কতিপয় সন্ত্রাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। সংবাদ পেয়ে দ্রুত আরো অফিসার এসআই/মুহাম্মদ নুর ইসলাম, এসআই/মোঃ আরিফুল ইসলাম, এসআই/মোঃ জসিম উদ্দিন-২, এএসআই/মোঃ আরমান হোসাইন সহায়তায় বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া এলাকাস্থ ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যাক্ত ভবনের ২য় তলায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে কুখ্যাত সন্ত্রাসী একাধিক মামলার পলাতক আসামী মিজানের সহযোগী ১। মোহাম্মদ মিল্লাত (২৪), ২। মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০), ৩। মোঃ রুবেল (২৬) দের আটক করে এবং তাদের হেফাজত হতে ১। ২টি বিদেশী পিস্তল, ২। ৯ (নয়) রাউন্ড পিস্তলের গুলি, ৩। ২টি পিস্তলের ম্যাগাজিন, ৪। ১টি হাসুয়া, ৫। ১টি ছুরি, ৬। ২টি কেচি, ৭। ৫টি মোবাইল, ৮। ১টি পাওয়ার ব্যাংক, ০৯। ১১০ (একশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০। ১টি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আসামীরা ছিনতাই, চাঁদাবাজী ও জায়গা দখল সংক্রান্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাতির প্রস্তুতির জন্য উক্ত ঘটনাস্থলে সমবেত হয়েছিল। চট্টগ্রামের একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সাথে আসামীদের আদিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া দ্বন্দ্ব রয়েছে মর্মে স্থানীয়ভাবে জানা যায়। আসামীদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্তে এক ও একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় পৃথক পৃথক ০৩ টি মামলা রজু করা হয়।
১। বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৩ (০৩)২৫ইং ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড।
২। বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৪ (০৩)২৫ইং ধারা-The Arms Act ১৮৭৮ এর 19A।
৩। বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৫ (০৩) ২৫ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) এর ১০(ক)/৪১ রুজু করা হয়।