বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ: ফয়জুল করিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো শোক র‍্যালি বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শিক্ষার ভিত্তিতে — বেইজ লাইন সার্ভে ও ফিডব্যাক প্রক্রিয়ার রূপান্তরমূলক যাত্রা চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা: দিনের আলোয় শেষ করতে হবে তাজিয়া মিছিল..! বিদায় ঘন্টা বাজে—আরো এক দীপ্ত প্রদীপ নিভে গেল স্বাধীন দেশে নিরাপত্তাহীন মা-বোন: কোথায় আইনের শাসন? প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনরায় সূচনা: মেধা যাচাইয়ে সরকারের স্মার্ট বিপ্লব সুদের টাকার জন্য ব্যবসায়ীর উপর হামলা “নৈতিক শিক্ষা হোক পাঠ্যসূচির অগ্রাধিকার, আগামীর জন্য গড়ি আদর্শ প্রজন্ম”

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে (সিএমপি’র) ট্রাফিক দক্ষিণ বিভাগের উদ্যোগ

জি নিউজ ২৪ আওয়ার্স ডেস্ক রিপোর্টঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত উপলক্ষে ২০ ফেব্রুয়ারি ২০২৫ ইং রাত ২২:০০ ঘটিকা হতে নগরের বৌদ্ধ মন্দির হতে বোস ব্রাদার্স, আমতল হতে রাইফেলস স্কয়ার তিনপুল হতে রাইফেলস স্কয়ার, জহুর হকার্স মার্কেট হতে সিনেমা প্যালেস, সোনালী ব্যাংক (লালদীঘি) হতে সিনেমা প্যালেস, সিনেমা প্যালেস হতে আন্দরকিল্লা মুখী কাটা পাহাড় রোডে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
২। বৌদ্ধ মন্দির আমতল তিনপুল, জহুর হকার্স মার্কেট, সোনালী ব্যাংক, সিনেমা প্যালেস কাটা পাহাড় রাস্তার মুখে রোড ব্লক স্থাপন করে যানবাহন সমূহকে ডাইভারশন দেওয়া হবে।
৩। শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করতে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণ কাজের দেউরি > নেভাল ক্রসিং > লাভলেইন > বৌদ্ধ মন্দির > বোস ব্রাদার্স > রাইফেল ক্লাব মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন এবং রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করবেন। এছাড়াও অন্য দিক থেকে আসা গাড়ি সমূহ নিজ নিজ সুবিধা অনুযায়ী গোলাম রসূল মার্কেটের সামনে আমতল, নিউ মার্কেট মোড়, লালদীঘি ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন এবং যানবাহন সমূহ পার্কিং করবেন।
৪। অনুষ্ঠানকেন্দ্রিক আগত যানবাহন সমূহ লালদীঘি হতে কতোয়ালি, নিউ মার্কেট হতে কোতোয়ালি মোড়, এনায়েত বাজার জুবলি রোড এবং বৌদ্ধ মন্দির হতে চেরাগী পাহাড় রাস্তায় পার্কিং করতে পারবেন।
৬। অনুষ্ঠান স্টলে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণ রাইফেল ক্লাব হতে পায়ে হেঁটে শহীদ মিনারে এসে ফুল দিয়ে পুনরায় রাইফেল স্কয়ার এর সামনে থেকে গাড়িতে উঠে বোস ব্রাদার হয়ে প্রত্যাবর্তন করবেন।
৭। বৌদ্ধ মন্দির, লালদিঘী, কোতোয়ালী, নিউমার্কেট ড্রপিং জোন হিসেবে ব্যবহারকারীগন সিনেমা প্যালেস দিয়ে হেঁটে শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ পূর্বক রাইফেল স্কয়ার হয়ে পুনরায় উক্ত ড্রপিং জোনে গিয়ে গাড়িতে উঠবেন।



ফেইসবুক পেইজ