বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
ভোলাহাটে সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন রজতজয়ন্তী উদযাপিত সাংবাদিকদের প্রতি চসাসের ঈদ শুভেচ্ছা: সম্প্রীতির বার্তা চীন সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস সেনা প্রধানের প্রস্তাব, শর্ত দিলেন প্রধান উপদেষ্টা উজিরপুরে দোকান নির্মাণ কাজে বাধা বিএনপির নেতা গিয়াস উদ্দিন অতঃপর ঈদে বাড়িতে যাচ্ছেন তো ? বড়ীতে যাওয়ার কিছু সতর্কবার্তাঃ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক তুলে নিয়েছে ভারত নওগাঁর রাণীনগরে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ সুনিপুন দেশ গড়তে হবে তাকওয়ার মধ্যে দিয়ে “ক্যান্টনমেন্ট” থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে, অভিযোগ হাসনাত আব্দুল্লাহ’র

আনোয়ারায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি)’র আয়োজনে আসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় আনোয়ারায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) রাঙ্গাদিয়া কেন্দ্রের আয়োজনে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহ:বার ২০ (মার্চ) দুপুর ১১ টায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ক্যান্টিন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) রাঙ্গাদিয়া কেন্দ্রের চেয়ারম্যান ও কাফকো চিফ অপারেশনস অফিসার (চট্টগ্রাম) প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ ফারুক এর সভাপতিত্বে এবং চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সাধারণ সম্পাদক মোঃ মুসা’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর নিমন্ত্রণাধীন ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) এই মহতী উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। তাদের কাজ আগামী দিনে আরও বৃহৎ পরিসরে করার জন্য আইইবি (রাঙ্গাদিয়া) কেন্দ্রকে আহ্বান জানাচ্ছি।

এসময় আরো উপস্থিত ছিলেন,চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার এর মহাব্যবস্থাপক (এমটিএস) প্রকৌ: মোহাম্মদ শাহজাহান কবির,উপ-প্রধান প্রকৌশলী মুনতাসির মামুন,প্রকৌ:কাজী ফখরুল আলম, প্রকৌ: মুহিদ আহমেদ, প্রকৌ: জুলকার নাইন প্রমূখ। এ সময় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এর বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ১১০ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।



ফেইসবুক পেইজ