জি নিউজ ২৪ আওয়ার্স নিউজ ডেস্ক:-
আগামী কাল থেকে শুরু হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও রাজধানীর রায়েরবাজারে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
আজ (০৩ মার্চ) সোমবার জাতীয় নাগরিক পার্টির অফিসিয়াল পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।
আগামীকাল মঙ্গলবার সকাল ৭:০০ ঘটিকার সময় সাভার জাতীয় স্মৃতিসৌধে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি’র ) নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ রাজধানীর রায়েরবাজারে সকাল ১০:০০ ঘটিকার সময় গত চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন। এ দুটি কর্মসূচিতেই জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সহ দলের কেন্দ্রীয় সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন বলে উল্লেখ করেন।