জি নিউজ ২৪ ডেস্ক রিপোর্ট:-
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ও রাহুতকাঠি সন্ধ্যা নদী থেকে ট্রলারসহ চালক কে ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
গতকাল অপহরণ হওয়া মাহাবুল হাওলাদারের পরিবার ও এলাকা বাঁশি সহ তাকে ফিরে পাওয়ার লক্ষ্যে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে।
অপহরণের আজ ৭ দিন পার হলেও এখনো ট্রলার চালক মাহাবুল হাওলাদারের কোন সন্ধান পাওয়া যায়নি। মোঃ মাহাবুল হাওলাদার হলেন উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও শিকারপুর বন্দরের ট্রলার চালক।
তিনি গত ৩১/০১/২০২৫ইং রাতে শিকারপুর বন্দর ট্রলার ঘাট থেকে তার নিজ ট্রলার সহ তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
নদীতে থাকা জেলেদের কাছ থেকে পাওয়া তথ্য মতে জানা যায় তার ট্রলারে ৮থেকে১০ জন লোক নিয়ে যায় ট্রলার ঘাট ত্যাগ করেন। তার বেশ কিছু খন পরেই নদীর পারে থাকা লোকজন আত্মচিৎকারের শব্দ শুনে বলে জানা যায়। মোঃ মাহাবুল হাওলাদারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় তারা বহু খোঁজ খুজির পর না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তবে এবিষয়ে উজিরপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুস সালামের কাছে জানতে চাইলে, তিনি বলেন আমাদের অভিযান এখনো চলমান রয়েছে।আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যদি তার সন্ধান পাওয়া যায় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।
তবে যদি কোন ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করুন:- 01712732989 অথবা বরিশাল জেলা পুলিশ 999