শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
                                           
ব্রেকিং নিউজঃ
বাঁশঝাড়ে পড়ে থাকা কার্টন, খুলতেই মিলল এক নারীর মরদেহ এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ড. ইউনূস বাংলাদেশ খেলাফত আন্দোলনের শরিয়ত আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী আর নেই বেকারত্ব দূর করতে তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ ড. ইউনূসের ভোলাহাটে সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন রজতজয়ন্তী উদযাপিত সাংবাদিকদের প্রতি চসাসের ঈদ শুভেচ্ছা: সম্প্রীতির বার্তা চীন সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস সেনা প্রধানের প্রস্তাব, শর্ত দিলেন প্রধান উপদেষ্টা উজিরপুরে দোকান নির্মাণ কাজে বাধা বিএনপির নেতা গিয়াস উদ্দিন অতঃপর ঈদে বাড়িতে যাচ্ছেন তো ? বড়ীতে যাওয়ার কিছু সতর্কবার্তাঃ

সেনা প্রধানের প্রস্তাব, শর্ত দিলেন প্রধান উপদেষ্টা

জি নিউজ ২৪, ডেস্ক রিপোর্টঃ-

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস কে সেনা প্রধান ওয়াকার উজ্জামান বলেন আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়।
জবাবে – বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুসের উত্তম প্রস্তাব। আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে আসতে চায়? ইট’স ওকে, চাইতেই পারে। তবে তার আগে তাকে বাংলাদেশকে কিছু জিনিস ফেরত দিতে হবে। সে গুলো আপনি জেনে রাখেন এবং তাদেরকে জানিয়ে দেওয়ার পদক্ষেপ নিতে পারেন।

শর্তগুলোঃ-

১/ তাকে ৩০ হাজার আহতের হাত, পা, চোখ ফেরত দিতে হবে।

২/ জুলাইয়ের ২ হাজার শহীদের জীবন ফেরত দিতে হবে।

৩/ শাপলার অসংখ্য আলেমের জীবন ফেরত দিতে হবে।

৪/ ৫৭ জন ঈমানদার, দেশপ্রেমিক সেনা অফিসারের জান ও নেতৃত্ব ফেরত দিতে হবে।

৫/ ২৩৪ বিলিয়ন পাচার হওয়া টাকার প্রত্যেক পয়সা ফেরত এনে দিতে হবে।

৬/ বিগত ১৬ বছর গুম, খুন, হত্যা হওয়া অগণিত মানুষের জীবন ফেরত দিতে হবে।

৭/ বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে তাদের জীবন ফেরত দিতে হবে।

আওয়ামীলীগ আগে এগুলো ফিরিয়ে দিক, এবং সাধারণ মানুষের দুঃখ কষ্টের জন্য ক্ষমা চেয়ে তারপর ফিরে আসুক।



ফেইসবুক পেইজ