জি নিউজ ২৪ ডেস্ক রিপোর্ট:-
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ,গবেষক, শিক্ষাবিদ,আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আল্লামা অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল- মাদানী সরকারি জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য হলেন।
গতকাল ধর্ম মন্ত্রণালয়ের সরকারি চাঁদ দেখা কমিটির সদস্যের একটি প্রজ্ঞাপন জারি করেন।
উক্ত প্রজ্ঞাপনে অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীকে চাঁদ দেখা কমিটির সদস্য হিসাবে মনোনীত করা হয়।
অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাল আল মাদানী চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ কামিল মাদ্রাসার স্বনামধন্য
অধ্যক্ষ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন’র বোর্ড অফ গভর্নর এর একজন সম্মানিত সদস্য।
অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাল আল- মাদানী সরকারি জাতীয় চাঁদ
দেখার সদস্য হিসাবে মনোনীত হওয়ায় সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া
আদায় করছেন এবং যারা তাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানান।
চরমোনাই কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল- মাদানী সাংবাদিকদের বলেন,
সরকারি চাঁদ দেখা কমিটির আমি একজন সদস্য তাই সর্বোচ্চ চেষ্টা করব যে
পবিত্র আল- কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার সকল কার্যক্রম যাতে পরিচালনা করা হয় সেই ব্যাপারে।
কারণ আমরা মুসলিম জাতি আমরা চাঁদ দেখে পবিত্র রমজান সহ পবিত্র দুই ঈদের উৎসব উদযাপন করি এখানে চাঁদ দেখার গুরুত্ব অসীম। তাই চাঁদ দেখার ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে সহ আমরা সর্বদাই সতর্কতা অবলম্বন করব।
সেই সাথে তিনি আরো বলেন আমার উপরে যে দায়িত্ব আসছে,সে দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়ার আহবান জানিয়েছেন।
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী চরমোনাইর কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং বাংলাদেশ জমিয়াতুল মোদাররিসিন এর সিনিয়র সহ-সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ইসলামী ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নর।
উপরোক্তা দায়িত্ব ছাড়াও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক প্রতিষ্ঠানের উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন বর্তমানে।